You dont have javascript enabled! Please enable it! 1969.02.12 | শেখ মুজিব দিবসে চট্টগ্রামে পূর্ণ হরতাল | দৈনিক পাকিস্তান - সংগ্রামের নোটবুক

দৈনিক পাকিস্তান
১২ই ফেব্রুয়ারি ১৯৬৯
শেখ মুজিব দিবসে চট্টগ্রামে পূর্ণ হরতাল

৬-দফাপন্থী আওয়ামী লীগের আহবানে শেখ মুজিব দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার চট্টগ্রামে পূর্ণ হরতাল পালিত হয়।
পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের এক ইশতেহারে বলা হয়, স্বতঃস্ফুর্ত এবং সাফল্যজনক এই হরতালের মাধ্যমে সর্বস্তরের জনসাধারণ এবং ছাত্র- শ্রমিকেরা আর একবার ৬-দফা কার্যক্রম এবং শেখ মুজিবর রহমানের নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রদর্শন করেন।
এ উপলক্ষে লালদিঘী ময়দানে এক বিরাট জনসভা অনুষ্ঠিত হয়। সভায় চট্টগ্রাম আওয়ামী লীগের সেক্রেটারী জনাব এম এ আজিজ, এম এ হান্নান এবং অন্যান্য আওয়ামী লীগ ও ছাত্রনেতা বক্তৃতা করেন।
জনাব এম এ আজিজ সভায় সভাপতিত্ব করেন। লক্ষাধিক লোকের এই সভায় ৬-দফা কার্যক্রম এবং ছাত্রদের ১১-দফার প্রতি পূর্ণ সমর্থন জানান হয়।
জনসভা শেষে এক বিরাট মিছিল আন্দরকিল্লা হয়ে শহরে প্রধান রাস্তাগুলো প্রদক্ষিণ করে। এই মিছিলেও লক্ষাধিক লোক যোগদান করে। মিছিলকারীরা বিভিন্ন শ্লোগান দেন। আগ্রাবাদে মিছিল শেষ হয়।
জনসাধারণ লালদিঘী ময়দানের নাম বদলে মুজিব পার্ক রাখেন। সভায় জনসাধারণের মৌলিক অধিকার পুনরুদ্ধারসহ বিভিন্ন প্রস্তাব গৃহীত হয়।

সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯