২৭ ফেব্রুয়ারী ১৯৭১ঃ গণ রায় মেনে নিন—ভুট্টোর উদ্দেশে খান সবুর
কাইউম মুসলিম লীগ নেতা খান আব্দুস সবুর ঢাকায় ভুট্টোকে উদ্দেশ্য করে বলেছেন বিগত নির্বাচনে সাত কোটি মানুষের গনরায় মেনে নিন। দেশের সংহতি রক্ষার জন্য শেখ মুজিবকে শাসনতন্ত্র প্রনয়নে সহযোগিতা করার জন্য তাকে তিনি অনুরধ করেন। তিনি বলেন পর রাষ্ট্র অর্থ বৈদেশিক সাহায্য এবং বৈদেশিক বাণিজ্য দফতর স্থায়ী ভাবে ইসলামাবাদ হতে ঢাকায় স্থানান্তর করা যেতে পারে এবং প্রতিরক্ষা দফতর ইসলামাবাদে রাখা যেতে পারে এর ফলে শক্তিশালী পাকিস্তান গঠন হবে।সবুর বলেন রাজনৈতিক প্রজ্ঞা, বিজ্ঞতাএবং দূরদৃষ্টির সাহায্যে শাসনতন্ত্র প্রণয়নের প্রশ্নে বর্তমান রাজনৈতিক অচলাবস্থার যদি অবসান না করা হয় তবে বাস্তবিক ভাবেই দু অঞ্চল পৃথক হয়ে যেতে পারে।
নোটঃ সবুরের দল কট্টর আওয়ামী লীগ ও ৬ দফা বিরোধী তা সত্ত্বেও তিনি এ বিবৃতি দেন।