২৭ ফেব্রুয়ারী ১৯৭১ঃ ঢাকায় গাউস বক্স বেজেনজো
জাতীয় পরিষদের অধিবেশনে যোগ দেয়ার জন্য ২ জন পরিষদ সদস্য ঢাকা এসে পৌঁছেছেন তারা হলেন পশ্চিম পাকিস্তান ন্যাপ সাধারন সম্পাদক গাউস বক্স বেজেনজো, ন্যাপ নেতা ডঃ আব্দুল হাই। ঢাকায় অনুষ্ঠিত ন্যাপ কেন্দ্রীয় কমিটির বৈঠকে তারা অংশ গ্রহন করবেন। বেজেনজো দলীয় কর্মীদের উদ্দেশে বলেন ৩ তারিখ জাতীয় পরিষদের অধিবেশন অবশ্যই বসবে। ন্যাপ সে অধিবেশনে যোগদান করবে। তিনি বলেন দেশের শাসনতান্ত্রিক সমস্যা সমাধান রাস্তা বা রুদ্ধদ্বার কক্ষে নয় জাতীয় পরিষদে। যারা গনতান্ত্রিক শাসনতন্ত্র প্রনয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাদের যে কোন মূল্যে প্রতিরোধ করতে হবে। ন্যাপের বাকি সদস্যরা কয়েকদিনের মধ্যেই ঢাকা আসবেন।