২৭ ফেব্রুয়ারী ১৯৭১ঃ লাহোরে জালাল আব্দুর রহিম
পিপিপি সাধারন সম্পাদক জালাল আব্দুর রহিম লাহোর বিমান বন্দরে সাংবাদিকদের বলেছেন আসন্ন জাতীয় পরিষদ অধিবেশনে পিপিপির যোগদানের কোন ইচ্ছা নাই। রহিম বলেন দেশের রাজনৈতিক হাওয়ায় বিশেষ পরিবর্তন নিশ্চিত হলেই পিপিপি পরিষদে যোগ দিবে। তাকে নিয়ে শেখ মুজিবের সাম্প্রতিক মন্তব্য প্রসঙ্গ এড়িয়ে তিনি বলেন তিনি আওয়ামী লীগের মনোভাবে কোন পরিবর্তন দেখছেন না। শেখ মুজিবুর রহমান ইতিপূর্বে যা বলেছেন এ তার পুনরুল্লেখ। এ সময় তার সাথে ছিলেন বেগম ভুট্টো, গোলাম মোস্তফা জাতোই, মিরাজ মোহাম্মদ খান, তারিক আজিজ। একই বিমানে ভুট্টো আসার কথা থাকলেও তিনি ৫ ঘণ্টা বিলম্ব করায় বিমান মিস করেছেন।