২৭ ফেব্রুয়ারী ১৯৭১ঃ জাতীয় পরিষদ সদস্যরা পদত্যাগ করবে না–পিপিপি পার্লামেন্টারি পার্টির সভায় সিদ্ধান্ত
করাচীর ক্লিফটনে পশ্চিম পাকিস্তান ম্যানেজমেন্ট ইন্সটিটিউট ভবন প্রাঙ্গনে সকালে ভুট্টোর সভাপতিত্বে দুই দিন ব্যাপী পিপিপি পার্লামেন্টারি পার্টির সভা সমাপ্ত হয়। ২য় দিনে সকল জাতীয় ও প্রাদেশিক পরিষদ সদস্যদের কোরআন শরীফ হাতে নিয়ে শপথ করানো হয়। শপথ পরিচালনা করেন জাতীয় পরিষদ সদস্য কাওসার নিয়াজি। শপথ শেষে সদস্যরা মুহুর্মুহু স্লোগান দিতে থাকে জিয়ে ভুট্টো হাজারও সাল, জিয়ে পাঞ্জাব, জিয়ে সিন্ধ, জিয়ে বেঙ্গল, জিয়ে বেলুচিস্তান, জিয়ে সরকার, জিয়ে আওয়াম। সভায় শাসনতান্ত্রিক সমস্যা সমাধানে ভুট্টোকে সকল প্রকার ক্ষমতা দিয়ে প্রস্তাব পাশ করা হয়। সম্মেলনে আগতদের জন্য বিশাল ভোজ সভায় আপ্যায়িত করা হয়। রাতে ভুট্টোর বাসভবনে পিপিপি কেন্দ্রীয় কমিটির ৩ ঘণ্টা ব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় পরিষদ সদস্যদের পদত্যাগ করার সিদ্ধান্ত বাতিল করা হয়। দুপুরের ভোজ সভায় ভোজন পরবর্তী পেটের পীড়ায় আক্রান্ত থাকায় ভুট্টোর পরিবর্তে দলের সাধারন সম্পাদক জালাল আব্দুর রহিম সভায় সভাপতিত্ব করেন। প্রেসিডেন্ট ইয়াহিয়া খান তার মন্ত্রিসভা বাতিল করায় তার দল ইয়াহিয়াকে অভিনন্দন জানিয়েছে।