২৬ ফেব্রুয়ারী ১৯৭১ঃ আহসান—মুজিব, মুজিব- নেনভ বৈঠক
প্রাদেশিক গভর্নর এডমিরাল আহসান শেখ মুজিবের সাথে তার ধানমণ্ডির বাসভবনে দুইবার সাক্ষাৎ করেন। বৈঠকে প্রদেশের রাজনৈতিক সমস্যা নিয়ে আলোচনা করেছেন বলে জানা যায়। তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন শেখ সাহেবের জন্য তিনি ইয়াহিয়ার কোন বানী নিয়ে আসেননি তবে শুভেচ্ছা নিয়ে এসেছেন। তিনি শেখ সাহেবের সাথে প্রায়ই এরকম আলোচনা করে থাকেন বলে জানান। সাক্ষাৎ শেষে শেখ মুজিব সাংবাদিকদের বলেন জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করার বিষয়ে তিনি কিছু জানেন না। এর আগে পাকিস্তানে নিযুক্ত বুলগেরিয়ার রাষ্ট্রদূত অধ্যাপক আইদান নেনভ সকালে ধানমণ্ডির বাসভবনে শেখ মুজিবের সহিত সাক্ষাৎ করেছেন। তিনি গতরাতে গভর্নর আহসানের সাথে ঢাকা আসেন।