২৬ ফেব্রুয়ারী ১৯৭১ঃ বরিশাল আওয়ামী লীগ
স্থানীয় টাউন হল ময়দানে জেলা আওয়ামী লীগের উদ্যোগে এক জনসভা অনুষ্ঠিত হয়। আব্দুল মালেকের সভাপতিত্তে সভায় বক্তব্য রাখেন শ্রমিক লীগ সাধারন সম্পাদক ও এমএনএ আব্দুল মান্নান (লাল মান্নান), নুরুল ইসলাম মঞ্জুর এমএনএ, আব্দুর রব সেরনিয়াবত এমএনএ, মহিউদ্দিন আহমেদ এমপিএ, ফ্লাইট সার্জেন্ট (অব) ফজলুল হক এমপিএ, আমির হোসেন (আমু মিয়া) এমপিএ, গোলাম আহাদ চৌধুরী। জনসভায় বক্তারা জুলফিকার আলী ভুট্টো, খান আব্দুল কাইউম সহ জাতীয় পরিষদ অধিবেশন বর্জনকারী দল সমুহের তীব্র নিন্দা করেন। সভায় অবিলম্বে সামরিক আইন প্রত্যাহার করে ৬ ও ১১ দফা মেনে নিয়ে আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবী জানানো হয়। সভায় ৬ ও ১১ দফা বাস্তবায়নে যে কোন ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার জন্য জনগনের প্রতি আহবান জানানো হয়। পরে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহক কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ১৯ সদস্য বিশিষ্ট সংগ্রাম কমিটি গঠন করা হয়। হেমায়েত উদ্দিন আহমেদ এর সভাপতি হন মহিউদ্দিন আহমেদ সাধারন সম্পাদক হন।