২৬ ফেব্রুয়ারী ১৯৭১ঃ ৬ দফা ভিত্তিক শাসনতন্ত্র বিষয়ে নবাবজাদা নসরুল্লাহ খান
পিডিপি প্রধান নবাব নসরুল্লাহ খান লাহোরে এক সাংবাদিক সম্মেলনে ইয়াহিয়া খানের উদ্দেশে বলেন যেহেতু সকল দল আইনগত কাঠামোর নির্দেশ (এলএফও) মেনে নির্বাচনে অংশ নিয়েছে তাই সকল দলকে আইনগত কাঠামোর নির্দেশ (এলএফও) মানতে বাধ্য করার আবেদন জানান। তিনি বলেন শেখ মুজিবের ৬ দফা আইনগত কাঠামোর নির্দেশের সহিত সামঞ্জস্যহীন এবং মুজিব ৬ দফা ইত্তিক শাসনতন্ত্র প্রনয়নে এখন অনড় রয়েছেন। দেশের অনেক দল এই শাসনতন্ত্র মেনে নিতে অস্বীকার করায় দেশে এই সঙ্কটের সৃষ্টি হয়েছে। ৬ দফা ভিত্তিক শাসনতন্ত্র হলে প্রেসিডেন্ট তা অনুমোদন দিবেন কিনা তা এখনই প্রেসিডেন্ট এর বলা উচিত।