You dont have javascript enabled! Please enable it!

ডক্টর মালিকের চিঠি

লন্ডন ১৩ মার্চ। পূর্ব পাকিস্তানের গভর্নর ড. মালিক তার এক আত্মীয়ের কাছে এক চিঠিতে লিখেছেন যে, সেনাবাহিনী এবং পূর্ব পাকিস্তানের বাঙালি ও অবাঙালিরা পূর্ব পাকিস্তান রক্ষায় বিরাট আত্মত্যাগ স্বীকার করেছেন যা ইতিহাসে অমর হয়ে থাকবে। তিনি আরাে লিখেছেন, যদি পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে প্রতারণা করা না হতাে এবং তারা ষড়যন্ত্রের শিকার না হতাে তাহলে তারা পরাজিত হতাে না। তিনি লিখেছেন, পাকিস্তানকে ঐক্যবদ্ধ রাখতে আমি সম্ভাব্য সব ত্যাগ স্বীকার করেছি এবং একজন দেশপ্রেমিক পাকিস্তানি হিসেবে আমি দোষীদের শাস্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। তিনি বলেন যে, প্রেসিডেন্ট ইয়াহিয়া পূর্ব পাকিস্তান ধ্বংস করতে পাকিস্তানের দুশমনদের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন। যদি ইয়াহিয়া খান প্রতারণার আশ্রয় গ্রহণ না করতেন, তাহলে পাকিস্তান সেনাবাহিনীর পাল্টা হামলা চালিয়ে আসাম দখল করতে পারতাে। কিন্তু তিনি ইস্টার্ন কমান্ডের কমান্ডার জেনারেল নিয়াজিকে ভারতে প্রবেশের অনুমতি দেননি। তিনি আমাদেরকে অন্ধকারে রাখেন এবং আমাদেরকে আশ্বাস দিচ্ছিলেন যে, বিদেশি শক্তি পূর্ব পাকিস্তানের সহায়তায় এগিয়ে আসবে। ভারতীয় সৈন্যরা ঢাকা প্রবেশে উদ্যত হলে প্রেসিডেন্ট ইয়াহিয়া আমাদেরকে যুদ্ধ। বন্ধ এবং আত্মসমর্পণের নির্দেশ দেন। প্রকৃতপক্ষে, প্রেসিডেন্ট ইয়াহিয়া জেনারেল ফরমানের মাধ্যমে ইতােমধ্যেই যুদ্ধবিরতির উদ্যোগ গ্রহণে জাতিসংঘকে অনুরােধ করেছিলেন। তিনি আরাে সতর্ক করে দেন যে, জেনারেল নিয়াজি আত্মসমর্পণ না করলে তারা পশ্চিম পাকিস্তান হারাবেন।

নয়া-ই-ওয়াক্ত, ১৪ মার্চ ১৯৭২

লেখক কর্তৃক উর্দু থেকে অনুবাদকৃত। 

সূত্র : দ্য বিট্রেয়াল অভ ইস্ট পাকিস্তান – লে. জে. এ. এ. কে. নিয়াজি (অনুবাদ)

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!