You dont have javascript enabled! Please enable it!

বার্ষিক গােপনীয় রিপাের্ট

মেজর জেনারেল (তখন আমি ছিলাম লেফটেন্যান্ট জেনারেল) এ. এ. কে. নিয়াছি দক্ষতার সঙ্গে তার ডিভিশনের নেতৃত্ব দিয়েছেন। সমস্যা মােকাবেলায় তিনি বাস্তববাদী ও সাহসী। তার উদ্যম, সামরিক জ্ঞান ও অভিজ্ঞতা তাকে দায়িত্ব পালনে সহায়তা দিয়েছে। তার কৌশলগত জ্ঞান চমৎকার এবং প্রশিক্ষণ ও প্রশাসনে তার তৎপরতা উৎসাহব্যঞ্জক। তিনি সর্বদা তার প্রতিরক্ষার উন্নয়ন ঘটিয়েছেন এবং ডিভিশনের লড়াই করার সামর্থ্য বৃদ্ধি করেছেন। তার ফরমেশন অত্যন্ত আগ্রহের সঙ্গে অতিরিক্ত দায়িত্ব পালন করেছে এবং তিনি নিজে সন্তোষজনকভাবে সামরিক আইনের দায়িত্ব পালন করেছেন।  জেনারেল নিয়াজি একজন বাস্তববাদী সৈনিক এবং একটি সুশৃঙ্খল ডিভিশনের নেতৃত্ব দিয়েছেন। তিনি অনুগত ও দেশপ্রেমিক এবং আমি নিশ্চিত যে, তিনি বরাবরই উন্নতি লাভ করবেন। যুদ্ধে বরাবরই তাকে আমার পাশে পাব আমি।

লে, জে,

কমান্ডার (টিক্কা খান)।

দ্বিতীয় কোরের সদর দপ্তর মুলতান ক্যান্টনমেন্ট, নং : পিএ/ ৩১-এ/সিসি ৮ নভেম্বর, ১৯৭১ 

সূত্র : দ্য বিট্রেয়াল অভ ইস্ট পাকিস্তান – লে. জে. এ. এ. কে. নিয়াজি (অনুবাদ)

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!