You dont have javascript enabled! Please enable it!

২৫ ফেব্রুয়ারী ১৯৭১ঃ গভর্নর ও জিওসি ফিরেছেন

পশ্চিম পাকিস্তানে পাচ দিন ব্যাপী সফর শেষে রাত ১ টায় গভর্নর এডমিরাল আহসান ও জিওসি জেনারেল শাহজাদা মোহাম্মদ ইয়াকুব খান ঢাকা ফিরেছেন। তাদের সাথে ফিরেছেন সদ্য সাবেক মন্ত্রী শামশুল হক, বুলগেরিয়ার রাষ্ট্রদূত ( সম্ভবত মুজিবের সাথে দুতিয়ালির দায়িত্ব নিয়েছিলেন এবং পরদিন দেখাও করেছিলেন)। বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান তিনি একজন শ্রদ্ধেয় নেতা, তিনি মুজিবের সাথে সাক্ষাৎ করবেন। তিনি তার কাছে প্রেসিডেন্ট এর শুভেচ্ছা নিয়ে এসেছেন।