২৫ ফেব্রুয়ারী ১৯৭১ঃ মুজিব পশ্চিম পাকিস্তান আসতে পারবেন না—তিরমিঝি
অল পাকিস্তান আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক খলিল আহমেদ তিরমিঝি করাচীতে এক বিবৃতিতে জানান তিনি দলীয় প্রধান শেখ মুজিবের সাথে টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে না পেয়ে তিনি দলের সাধারন সম্পাদক তাজউদ্দিনের সাথে কথা বলে জেনেছেন বিরাজমান পরিস্থিতি এবং দলীয় কাজে ব্যস্ত থাকার জন্য তিনি পশ্চিম পাকিস্তান সফরে (করাচী) যেতে পারছেন না।