২৫ ফেব্রুয়ারী ১৯৭১ঃ ন্যাপ (ওয়ালী) পরিষদের অধিবেশনে যোগ দিবে
ন্যাপ ওয়ালি নেতা আব্দুল হাই বালুচ করাচীতে এক বিবৃতিতে বলেন তার দল পরিষদের অধিবেশনে যোগ দিবে এবং ৬ দফা ভিত্তিক শাসনতন্ত্র প্রনয়নে আলোচনায় অংশ নিবে। তিনি বলেন পরিষদ অধিবেশন বর্জন শান্তিপূর্ণ ভাবে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর বিঘ্নিত করবে। এবং ইহা কোনমতেই কাম্য নহে। সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে পরিষদে শাসনতন্ত্র পেশ করার অধিকার আওয়ামী লীগের আছে। তিনি বলেন দুয়েক দিনের মধ্যে দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন করা হবে। সে বৈঠকে দলের প্রধান খান মোহাম্মদ ওয়ালী খান অনুপস্থিত থাকবেন তার পরিবর্তে সভায় সভাপতিত্ব করবেন দলের সহ সভাপতি রংপুরের দবির উদ্দিন।