You dont have javascript enabled! Please enable it! 1971.02.25 | সঙ্কট সম্পর্কে সিন্ধু জামাত - সংগ্রামের নোটবুক

২৫ ফেব্রুয়ারী ১৯৭১ঃ সঙ্কট সম্পর্কে সিন্ধু জামাত

সিন্ধু জামাতে ইসলামী আমির জান মোহাম্মদ আব্বাসি করাচীতে মরহুম গোলাম আহমেদ চৌধুরীর বাসভবনে জামাত কর্মীসভায় তার দলের পূর্ববর্তী সিদ্ধান্তের পুনরুল্লেখ করে বলেন সকল জাতীয় ইস্যু ড্রইং রুমের পরিবর্তে জাতীয় পরিষদে মীমাংসা হওয়া উচিত। তিনি পিপিপির জাতীয় পরিষদ অধিবেশন বর্জন দেশের দুই অংশকে পৃথক করবে। তিনি বলেন ভুট্টোর প্রধানমন্ত্রী হওয়ার একমাত্র অন্তরায় হল পূর্ব পাকিস্তান কাজেই ভুট্টো চান পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে যাক এবং তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হন।