You dont have javascript enabled! Please enable it! 1971.02.24 | পাবনায় ক্যাপ্টেন মনসুর আলী - সংগ্রামের নোটবুক

২৪ ফেব্রুয়ারী ১৯৭১ঃ পাবনায় ক্যাপ্টেন মনসুর আলী

পাবনা টাউন হল মাঠে এক সমাবেশে ক্যাপ্টেন মনসুর আলী পশ্চিম পাকিস্তানী কায়েমি স্বার্থবাদীদের বিরুদ্ধে সুদৃঢ় ও সতর্ক থাকার জন্য জনগনের প্রতি আহবান জানান। এই কায়েমি শোষকরা বিগত ২৩ বছর ধরে বাঙ্গালিদের শেষ রক্তবিন্ধু পর্যন্ত নির্মম ভাবে শোষণ করেছে। তিনি বলেন এই শাসকগোষ্ঠী যতই শক্তিশালী হোক না কেন প্রকৃতপক্ষে এরা দেশের দুই অংশের গনশক্তির নিকট দুর্বল। তিনি বলেন ষড়যন্ত্রকারীরা যদিও জনগনের উপর আঘাত হানার প্রস্তুতি নিচ্ছে তথাপি দেশে এক নয়া সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার দৃঢ় প্রতিজ্ঞ ও ঐক্যবদ্ধ পূর্ব ও পশ্চিম পাকিস্তান শোষিত জনসাধারনের নিকট তাদের এই চক্রান্তের খেলা ব্যর্থ হতে বাধ্য। শাসনতন্ত্র সম্পর্কে মনসুর আলী বলেন সংখ্যাগরিষ্ঠ জনগন আওয়ামী লীগের ৬ ও ১১ দফার উপর গনরায় দিয়েছেন তাই শাসনতন্ত্র ৬ ও ১১ দফার উপরই হবে এবং প্রতিটি গনতন্ত্র প্রিয় জনগণকে তা মেনে নিতে হবে।