২৪ ফেব্রুয়ারী ১৯৭১ঃ মুজিবকে ব্লাক মেইল করাই তাদের উদ্দেশ্য — মোহাম্মদ মাহমুদ
পাকিস্তান আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ মাহমুদ করাচিতে এক বিবৃতিতে বলেন কতিপয় রাজনৈতিক দল জাতীয় পরিষদে যোগদান না করার সিদ্ধান্তের মাধ্যমে শেখ মুজিবকে ব্লাক মেইল করতে চাচ্ছে। মুজিব শাসনতন্ত্র প্রনয়নে পশ্চিম পাকিস্তানীদের উপেক্ষা করছেন এমন অভিযোগ ডাহা মিথ্যা কথা। তিনি আক্ষেপ করে বলেন আওয়ামী লীগের খসড়া শাসনতন্ত্র না দেখেই কতিপয় নেতা শেখ মুজিবের বিরুদ্ধে ব্লাক মেইল করার জন্য আন্দোলন শুরু করছেন। তিনি বলেন এসব নেতা প্রকারান্তরে দেশকে দু ভাগ করতেই চাচ্ছেন। তিনি বলেন পিপিপি এবং কাইউম মুসলিম লীগের বর্জন সত্ত্বেও তাদের অধিকাংশ নেতাই জাতীয় পরিষদের অধিবেশনে যোগ দিবে। এই দুই দলে যোগদান বিষয়ে তীব্র মতবিরোধ বিদ্যমান।