২৪ ফেব্রুয়ারী ১৯৭১ঃ ২৮ জন পশ্চিম পাকিস্তানী এমএনএ ফ্লাইট বুক করেছেন
ঢাকায় আসন্ন জাতীয় পরিষদের অধিবেশনে যোগ দিতে বিভিন্ন দলের ২৮ জন পশ্চিম পাকিস্তানী এমএনএ ফ্লাইট বুক করেছেন। তারা হলেন নিজাম উদ্দিন হায়দার, শাহজাদা সাইফুর রশিদ আব্বাসি, মিয়া মমতাজ দৌলতানা, মওলানা জাফর আনসারি, গাউস বক্স বেজেনজো, হাজি মওলা বক্স সুমরো, মওলানা শাহ আহমেদ নুরানি, আব্দুল মোস্তফা, সৈয়দ মোহাম্মদ আলী, গোলাম ফারুক (পূর্ব পাকিস্তানের সাবেক গভর্নর), আতা মোহাম্মদ মারি, মোঃ ইউসুফ খান খাটক, আমিরজাদা খান, মীর আলী তালপুর, মমতাজ আলী তালপুর, পীর গোলাম রসুল, মালিক সিকান্দার খান, মখদুম মোহাম্মদ জামান, মখদুম মোহাম্মদ আমিন(রুনা লায়লার ভগ্নীপতি), মালিক মোজাফফর খান, মোঃ রহিম, জনাব মাজারি, হাকিম আলী জারদারি (বেনজীর এর শ্বশুর), গোলাম মোস্তফা জাতোই, গফুর আহমেদ (জামাত), আহমদ মিয়া, এদের বেশীর ভাগই পিপিপি সদস্য।