২৪ ফেব্রুয়ারী ১৯৭১ঃ সাংবাদিক সম্মেলনে শেখ মুজিব
আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১১ টায় শেখ মুজিব জনাকীর্ণ এক দীর্ঘ সাংবাদিক সম্মেলন করেন। সম্মেলনে তিনি বলেন বিগত এক সপ্তাহে যে রাজনৈতিক অভিনয় চলছে তার আশু অবসান প্রয়োজন। তিনি বলেন তিনি প্রেসিডেন্ট ইয়াহিয়া, পিপিপি প্রধান জুলফিকার আলী ভুট্টো, মারকাজি জমিয়ত নেতা নুরানি, জমিততে উলামা ইসলামের হাজারভি এবং মুফতি, ন্যাপ ওয়ালীর আলী আকবর বুগতি প্রমুখ নেতাদের সাথে বৈঠকে ৬ দফা সম্পর্কে বিস্তারিত বুঝিয়েছি। তিনি পিপিপি সাধারন সম্পাদক জালাল আব্দুর রহিমের প্রকাশনা উল্লেখ করে বলেন তিনি লিখেছেন পূর্ব পাকিস্তান সত্যিকার অর্থেই একটি উপনিবেশ। প্রদেশ গুলির সমসংখ্যক প্রতিনিধি নিয়ে উচ্চ কক্ষ প্রতিষ্ঠার নামে পূর্ব পাকিস্তানকে সংখ্যালঘু বানানোর আবারো চক্রান্ত চলছে। আগে সংখ্যাসাম্য ছিল অর্থাৎ অর্ধেক অর্ধেক আর এখন প্রস্তাব চলছে পাচ ভাগের এক ভাগ। এর ফলে উচ্চকক্ষে পশ্চিম পাকিস্তানের প্রতিনিধিত্ব থাকবে ৮০%। ইহা উপনিবেশবাদি শাসনের রুপ ছাড়া আর কিছুই নয়। (বিশাল সাক্ষাৎকারের খুব সামান্য অংশ)