২৩ ফেব্রুয়ারী ১৯৭১ঃ শেখ মুজিব পূর্ব পাকিস্তানের শ্রদ্ধেয় নেতা– গভর্নর আহসান
রাওয়ালপিন্ডিতে গভর্নর আহসান প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সহিত পূর্ব পাকিস্তান পরিস্থিতি নিয়ে দীর্ঘক্ষণ বৈঠক করেন। বিকেলে তিনি ঢাকার উদ্দেশে করাচী রওয়ানা হন। চাকলালা বিমানবন্দরে তিনি সাংবাদিকদের বলেন তিনি রাজনৈতিক গভর্নর নন তাই রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভাল বলতে পারছেন না। তিনি বলেন তার দৃষ্টিতে পূর্ব পাকিস্তানের পরিবেশ অনেক ভাল। তিনি বলেন শেখ মুজিব একজন শ্রদ্ধেয় নেতা, তিনি প্রায়ই তার সাথে আলাপ আলোচনা করে থাকেন। তিনি বলেন দুষ্কৃতিকারীদের দমন কল্পে সরকার দৃঢ় সংকল্প। জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন তা তিনি বলতে পারছেন না।