২৩ ফেব্রুয়ারী ১৯৭১ঃ জাতীয় পরিষদের অধিবেশনে জুলফিকার আলী ভুট্টো না আসলে দেশে অরাজকতা সৃষ্টি হবে — ভৈরবে ভাসানী
সিলেট থেকে ফেরার পথে ভৈরবে এনা প্রতিনিধির সাথে আলাপচারিতায় মওলানা ভাসানী এই মর্মে হুশিয়ারি প্রদান করেছেন আসন্ন জাতীয় পরিষদের অধিবেশনে যোগদান করার জন্য যদি জুলফিকার আলী ভুট্টো ঢাকায় না আসেন তবে সমগ্র দেশে অরাজকতার বন্যায় ভেসে যাবে। তিনি বলেন জুলফিকার আলী ভুট্টো না আসলে জাতীয় পরিষদ বাতিল হয়ে যাবে এবং উহার অপরিহার্য পরিনতিতে সারা দেশে অরাজকতার রাজত্ব কায়েম হবে। গনতন্ত্রের জন্য যারা ১১ বছর সংগ্রাম করে আসছে তারা এখন ধৈর্যের শেষ সীমায় পৌঁছেছে। পূর্ব পাকিস্তানীরা এখন অন্য পথ ধরার জন্য চিন্তা করছে।