২২ ফেব্রুয়ারী ১৯৭১ঃ শাসনতন্ত্র প্রশ্নে ঢাকা জেলা আওয়ামী লীগ
৫১ পুরানা পল্টন দলীয় অফিসে ঢাকা জেলা আওয়ামী লীগ এর কার্যকরী কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য ছাড়াও ঢাকা থেকে নির্বাচিত পরিষদ সদস্যরা সভায় অংশ গ্রহন করেন। জেলা আওয়ামী লীগ সভাপতি শামশুল হক সভায় সভাপতিত্ব করেন। পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারন সম্পাদক তাজ উদ্দিন সভায় দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি ব্যাখ্যা করেন। সভায় প্রস্তাব নেয়া হয় যে ৬ ও ১১ দফা ভিত্তিক নয় এমন শাসনতন্ত্র তাদের নিকট গ্রহণযোগ্য হবে না। সভায় জেলা সাধারন সম্পাদক এবং প্রাদেশিক পরিষদ সদস্য বক্তৃতা দেন।