You dont have javascript enabled! Please enable it!

২২ ফেব্রুয়ারী ১৯৭১ঃ রাওয়ালপিন্ডিতে আসগর খান

গন ঐক্য আন্দোলনের প্রধান এয়ার মার্শাল অবঃ আসগর খান রাওয়ালপিন্ডিতে সাংবাদিক সম্মেলনে বলেছেন পরিস্থিতি স্বাভাবিক রাখতে হলে পশ্চিম পাকিস্তানীদের পূর্ব পাকিস্তানীদের উপর কোন সিদ্ধান্ত চাপিয়ে দেয়া উচিত নয়। যদি এরুপ জোর জবরদস্তি বন্ধ করা হয় তবেই দেশ ঐক্যবদ্ধ ভাবে টিকে থাকবে। তিনি বলেন জাতীয় পরিষদই শাসনতন্ত্র প্রনয়নের উপযুক্ত স্থান। এ ছাড়া শাসনতন্ত্র যদি আইনগত কাঠামো আদেশের সঙ্গে সামঞ্জস্য পূর্ণ হয় তখনই প্রেসিডেন্ট তা অনুমোদন দিবেন।