২২ ফেব্রুয়ারী ১৯৭১ঃ সিলেটে ভাসানী
মওলানা ভাসানী সিলেটের বার লাইব্রেরীতে এক সভায় বামপন্থী দলগুলিকে সতর্ক করে বলেন সামনে দ্রুতগতিতে দুর্দিন ঘনিয়ে আসছে। এমতাবস্থায় বামপন্থীরা যদি বিচ্ছিন্ন থাকে তবে তারা জনগনের কোন কল্যাণ করতে পারবে না। গনতন্ত্র যদি ব্যর্থ হয়, শাসনতন্ত্র যদি প্রনয়ন করা সম্ভব না হয় তবে দেশে সাংঘাতিক রকম দমন পীড়ন ব্যবস্থা নেয়া শুরু হবে। উহা প্রতিরোধে প্রস্তুত থাকার জন্য সকলের প্রতি বিশেষ করে তরুন সমাজকে তিনি আহবান জানান। তিনি আশা প্রকাশ করেন অচিরেই স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলিত হবে।