২২ ফেব্রুয়ারী ১৯৭১ঃ মন্ত্রীসভা বাতিল অপারেশন সার্চ লাইট অনুমোদন
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান তার মন্ত্রীসভা বাতিল করেছেন। ২২ ফেব্রুয়ারী সকাল হতে বাতিলাদেশ কার্যকর হবে। মন্ত্রী পরিষদে ৪ জন বাঙালি ছিল। এদিন গভর্নরদের সহিত প্রেসিডেন্ট ইয়াহিয়া খান বৈঠক করেন। এই বৈঠকেই অপারেশন সার্চ লাইট অনুমোদন হয়। গভর্নরদের সকলেই সামরিক কর্মকর্তা। এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন সেনা প্রধান আব্দুল হামিদ এবং প্রিন্সিপাল স্টাফ অফিসার জেনারেল পীরজাদা, পূর্ব পাকিস্তান আর্মি কম্যান্ড প্রধান জেনারেল শাহজাদা ইয়াকুব খান। বাঙালি মন্ত্রীরা হলেন এ এম মালিক, শামসুল হক (বিএনপি), হাফিজুর রহমান, জি ডব্লিউ চৌধুরী।