You dont have javascript enabled! Please enable it!

রেজিস্টার্ড নং- DA-1

আল্লাহর নামে মােশতাকের ক্ষমতা গ্রহণ সংক্রান্ত অধ্যাদেশ

বাংলাদেশ গেজেট

অসাধারণ কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত বুধবার ২০শে আগস্ট ১৯৭৫ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার রাষ্ট্রপতি-সচিবালয়

ঘােষণা ২০শে আগস্ট, ১৯৭৫

যেহেতু আমি, খন্দকার মােশতাক আহমদ, সর্বশক্তিমান আল্লাহ ও দেশবাসীর আশীর্বাদ নিয়ে : ৯৭৫ সালের ১৫ই আগস্টের প্রভাত হতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বময় ক্ষমতা গ্রহণ করেছি;

এবং যেহেতু ১৯৭৫ সালের ১৫ই আগস্টের প্রভাতে আমি রেডিও বাংলাদেশের সকল কেন্দ্র থেকে একটি সামরিক ঘােষণা প্রচারের মাধ্যমে সারা বাংলাদেশে। সামরিক আইন জারি করেছি;

এবং যেহেতু ১৯৭৫ সালের ১৫ই আগস্টের প্রভাত হতে আমি শাসনতন্ত্রের ৪৮ অনুচ্ছেদ বর্ণিত রাষ্ট্রপতির নির্বাচন স্থগিত রেখেছি এবং সেই সাথে শাসনতন্ত্রের ১৪৮ অনুচ্ছেদের ধারাসমূহ সংশােধনের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রপতির শপথ গ্রহণ সংক্রান্ত শাসনতন্ত্রের তৃতীয় তপশীল পরিবর্তন করে প্রধান বিচারপতির মাধ্যমে রাষ্ট্রপতির শপথ গ্রহণ এবং রাষ্ট্রপতির অফিস অধিগ্রহণ ও রাষ্ট্রপতি পদে আসীন হওয়ার বিধি সংযােজন করেছি;

এখন, অতএব, আমি খন্দকার মােশতাক আহমদ, আমাকে অর্পিত সময় ক্ষমতাবলে এই মর্মে ঘােষণা করছি যে—

(ক) ১৯৭৫ সালের ১৫ই আগস্টের প্রভাত হতে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে আসীন হলাম ও রাষ্ট্রপতির অফিস অধিগ্রহণ করলাম।

(খ) সময় সময় আমি নিম্নোক্ত সামরিক আইনবিধি ও সামরিক আদেশ জারী করতে পারি| (১) সামরিক আইনবিধি বা সামরিক আদেশ ভঙ্গকারী বা এর সাথে দ্বিমত বা | ভিন্নমত পােষণকারী এবং যে কোন আইন ভঙ্গকারী যে কাউকে উক্ত সামরিক

আইনবিধি বা সামরিক আদেশ বা অন্য যে কোন আইনের আওতায় বিচারের | সম্মুখীন করা বা শাস্তি দেয়ার জন্য বিশেষ সামরিক আদালত বা ট্রাইব্যুনাল গঠন সংক্রান্ত আইন;

(২) সামরিক আইনবিধি বা সামরিক আদেশ বা অন্য যে কোন আইনের অধীনে উপরােক্ত সামরিক আইনবিধি ভঙ্গকারী বা সামরিক আদেশ অমান্যকারী বা অন্য যে কোন আইন অমান্যকারী যে কাউকে যে কোন ধরনের জরিমানা বা বিশেষ জরিমানা করা সংক্রান্ত আইন।

(৩) সামরিক আইনবিধি বা সামরিক আদেশ ভঙ্গকারী যে কাউকে বিচারে সােপর্দ এবং শান্তিদানের জন্য যে কোন আদালত বা ট্রাইব্যুনালকে ক্ষমতা অর্পণের আইন;

(৪) সামরিক আইনবিধি বা সামরিক নির্দেশ বলে কোন অপরাধের জন্য কাউকে বিচার বা শাস্তিদানের ক্ষমতাকে দেশের অন্য কোন আদালত বা | ট্রাইবুনালের এখতিয়ার বহির্ভূত করার আইন;

(গ) ১৯৭৫ সালের ১৬ই আগস্টের প্রভাতে জারীকৃত সামরিক আইন আমি যে কোন সময় দেশের যে কোন অংশের বা সকল অংশের জন্য সাময়িকভাবে প্রত্যাহার বা তদস্থলে আরেকটি সংশােধিত সামরিক ঘােষণার মাধ্যমে পুনরায় আমি সামরিক আইন জারী করতে পারি; | (ঘ) এই সামরিক শাসনের ঘােষণা এবং সামরিক আইনবিধি এবং সামরিক নির্দেশাবলি যা আমার দ্বারা প্রণীত ও ঘােষিত হয়েছে তার সাথে শাসনতন্ত্রের যে সকল অনুচ্ছেদ ও ধারা বা যে সমস্ত আইন অসামঞ্জস্যপূর্ণ নয় সামাজিকভাবে সেগুলােও বলবৎ থাকবে।

 (ঙ) সামরিক শাসনের এই ঘােষণা এবং সামরিক আইনবিধি এবং সামরিক নির্দেশাবলি যা আমার দ্বারা প্রণীত ও ঘােষিত হয়েছে তার সকল কিছু সম্পূর্ণভাবে বলবৎ ও সক্রিয় রেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের শাসনতন্ত্র বহাল থাকবে; | (চ) ১৯৭৫ সালের ১৫ই আগস্টের প্রভাতে যে সমস্ত আদেশ, অধ্যাদেশ, রাষ্ট্রপতির আদেশ, অন্যান্য নির্দেশ, ঘােষণা, আইন, ধারা, উপধারা, বিজ্ঞপ্তি এবং অন্যান্য বৈধ ইন্সট্রুমেন্টস প্রয়ােগ ও কার্যকরী করা হয়েছিল সেগুলাে আমার দ্বারা পরিবর্তিত, প্রত্যাহৃত ও পরিশীলিত (সংশােধিত) না হওয়া পর্যন্ত সম্পূর্ণভাবে । বহাল, সক্রিয় ও সচল থাকবে;

(ছ) আমার ঘােষিত এই অধ্যাদেশ অথবা সামরিক আইনবিধি অথবা আদেশ সম্পর্কে অথবা এই ঘােষণার অধীনে দেয় বা উল্লেখিত কোন ঘােষণা অথবা এই ঘােষণার অধীনে নেয়া কোন ব্যবস্থা বা কাজ সম্পর্কে অথবা এই ঘােষণা উল্লেখিত কোন কাজ অতীতে করা হয়ে থাকলে, বা ব্যবস্থা নেয়া থাকলে, এই ঘােষণার বিধি বলে জারীকৃত কোন সামরিক আইনবিধি বা নির্দেশ অনুযায়ী কৃত কোন কাজ বা নেয়া কোন ব্যবস্থা সম্পর্কে কোন রকমের প্রশ্ন তােলার অধিকার সুপ্রীম কোর্ট, ট্রাইব্যুনাল অথবা কোন কর্তৃপক্ষসহ কোন আদালতেরই থাকবে না।

(জ) সরকারী গেজেটে প্রকাশিত নির্দেশের মাধ্যমে আমি এই ঘােষণার সংশােধন করতে পারি।

খন্দকার মােশতাক আহমদ

রাষ্ট্রপতি 

সূত্র : ফ্যাক্টস্- এন্ড ডকুমেন্টস্–বঙ্গবন্ধু হত্যাকান্ড – অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!