ত্রিপুরায় পাক গােলায় ৩ জন শরণার্থী নিহত
আগরতলা, ১৪ নভেম্বর (ইউএনআই) পশ্চিম ত্রিপুরা কলমচোরা থানার বর্জনগর গ্রামের উপর পাকিস্তানী সৈন্যদের গােলাবর্ষণের ফলে তিনজন বাঙলাদেশ শরণার্থী নিহত হয়। অপর একজন শরণার্থী আহত হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়।
এছাড়াও গতকাল বিলােনিয়া, সােনামুড়া ও আগরতলা সদরের উপরও পাক সেনারা উস্কানি ছাড়া গােলাবর্ষণ করে। সব ক্ষেত্রেই ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী উপযুক্ত জবাব দেয়। আজ সকালেও ওপারের ইটলী থেকেও পাক সেনারা আগরতলা শহরের উপর মেশিনগান থেকে গুলি চালায়। আগরতলা শহর তুলিতে লঙ্কামুড়ার কাছে কুরিপাইকারাতে খান সেনারা গুলি চালায়। সীমান্তরক্ষীরা অবশ্য তা স্তব্ধ করে দেয়।
নােয়াখালির দত্তসর থেকে দক্ষিণ ত্রিপুরার একিমপুরের উপর পাক সৈন্যরা গতকাল গুলি চালালে সীমান্তরক্ষীরা তাও স্তব্ধ করে দেয়। রাধানগরের উপরও ৬টি কামানের গােলা ফেলে।
সূত্র: কালান্তর, ১৫.১১.১৯৭১