You dont have javascript enabled! Please enable it! 1971.04.13 | ওপার বাঙলার মুক্তি সংগ্রামের সমর্থনে এপার বাঙলা | কালান্তর - সংগ্রামের নোটবুক

ওপার বাঙলার মুক্তি সংগ্রামের সমর্থনে এপার বাঙলা

কলকাতা, ১২ এপ্রিল (নিজস্ব)- বাঙলাদেশের মুক্তি সংগ্রামীদের সাথে ইউবিআই এর মপুর শাখার কর্মচারীরা এক মাসের বেতন দান করেছেন।
সমিতির সম্পাদক শ্রী চণ্ডী গত ৮ এপ্রিল ১০০১ টাকার একটি চেক বঙ্গীয় প্রাদেশিক ব্যাংক কর্মচারীরা সমিতির সহ:সম্পাদক শ্রী অজিত ব্যানাজীর হাতে দেন।

গর্ডেনরাচ ওয়ার্কশপ ক্লার্ক ইউনিয়ন
গর্ডেনরাচ ওয়ার্কশপ ক্লার্স ইউনিয়ন গত ৬ এপ্রিল পূর্ব বাঙলার জনগণের প্রতি সংহতি জানিয়ে এক সভা করেন। সভায় গৃহীত এক প্রস্তাবে বাঙলাদেশের মানুষের উপ পাকজঙ্গী সরকারের আক্রমণের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ জানান হয়। প্রস্তাবে শেখ মুজিবর রহমানের নেতৃত্বে বাঙলাদেশের সাড়ে সাত মার্চ মানুষের ঐতিহাসিক সংগ্রামের প্রতি সংহতি জানিয়ে বলা হয়, বাঙলাদেশের সগ্রামকে ভারতের শিক্ষা নেওয়ার হয়েছে।
প্রস্তাবে মুক্তি ফৌজের মতােব সাহায্যদানের এবং স্বাধীন বাঙলাদেশ সরকারকে স্বীকৃতি দেওয়ার জন্য ভারত সরকারের কাছে দাবি জানানাে হয়।

নন্দী গ্রামে বিক্ষোভ মিছিল
বাঙলাদেশের মুক্তি সংগ্রামীদের সমর্থনে সম্প্রতি নন্দীগ্রামে স্থানীয় বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীদের একটি মিছিল বের হয়।
একই দিনে কমিউনিস্ট পার্টির নেতৃত্বে সহস্রাধিক মানুষের একটি বিক্ষোভ মিছিল নন্দ গ্রামের বিভিন্ন পথ পরিক্রম করে। মিছিল থেকে বাঙলাদেশের মানুষের উপর ইয়াহিয়ার সৈন্যদের আক্রমণের প্রতি ধিক্কার এবং যােদ্ধদের প্রতি সংহতি জানানাে হয়।
শেষােক্ত মিছিলের নেতৃত্ব দেন নারায়ণ চৌবে, কামাখ্যা মহাপাত্র, ভূপাল পাণ্ডা, শক্তি প্রমুখ।
মিছিল শেষে কমিউনিস্ট কর্মী একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। শুরুতে বাঙলাদেশের মুক্তি সংগ্রামের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানাে হয় এবং সংগ্রামের প্রতি সংহতি জানিয়ে একটি প্রস্তাব করা হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন শ্রী বঙ্কিম গিরি।
ওয়েলম্যান ইনক্যানডিসসেন্ট এমপ্লয়িজ ইউনিয়ন
গত ৮ এপ্রিল অনুষ্ঠিত ওয়েলম্যান ইনক্যানডিসসেন্ট এমপ্লয়িজ ইউনিয়নের এক সভা থেকে ‘বাঙলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি সংহতি নিয়ে এক প্রস্তাব নেওয়া হয় প্রস্তাবে অবিলম্বে বাঙলাদেশকে স্বীকৃতি জানানাে।
শ্রীরামপুর আঞ্চলিক প্রাথমিক শিক্ষক সমিতি
গত ৭ এপ্রিল অনুষ্ঠিত শ্রীরামপুর প্রাথমিক শিক্ষক সমিতির এক সভা থেকে বাঙলাদেশের মুক্তি সংগ্রামীদের প্রতি সংহতি জানিয়ে এক প্রস্তাব নেওয়া হয়।
প্রস্তাবে অবিলম্বে বাঙলাদেশের স্বাধীন সরকারকে স্বীকৃতি দেওয়ার দাবি ভারত সরকারের কাছে জানানাে হয়।

রামনগরে জনসভা
গত ৯ এপিল নদীয়া জেলার সীমান্তবর্তী গ্রাম রামনগরে এক বিরাট জনসভা অনুষ্ঠিত হয়। দুই বাঙলার কয়েক সহস্র মানুষ জনসভায় যােগ দেন।
সভায় গৃহীত এক প্রস্তাবে স্বাধীন সাবভৌম রাষ্ট্র হিসেবে বাঙলাদেশকে স্বীকৃতি দেওয়ার জন্য ভারত সরকারের কাছে দাবি জানানাে হয়।
সবশ্রী আনন্দমােহন বিশ্বাস (প: ব: রাষ্ট্রমন্ত্রী, সুশান্ত হালদার, বজলুর রহমান, কানাইলাল সরকার ভােলানাথ অধিকারী, বিকাশ রায় প্রমুখ বক্তৃতা করেন। সভাপতিত্ব করেন শ্রী চন্দ্ৰি নাথ বন্দোপাধ্যায়।
শিলিগুড়িতে নাগরিক কনভেশন
‘বাঙলাদেশের মুক্তি সংগ্রামের প্রতি সংহতি জানিয়ে সম্প্রতি শিলিগুড়ি মিউনিসিপাল হলে একটি নাগরিক কনভেশন অনুষ্ঠিত হয়। কমিউনিস্ট পার্টি, ইন্দিরা কংগ্রেস, বাঙলা কংগ্রেস, ফরােয়ার্ড ব্লক, পিএসপি, পােখালাগ ও এসএস পিঐ কনভেনশনের যুক্ত উদ্যোক্তা। সভাপতিত্ব করেন শ্রীহরিপদ ভট্টাচার্য।
স্থানীয় বিধান সভা সদস্য শ্রীঅরুণ কুমার মিত্র সভাপতি করে বাঙলাদেশ মুক্তি সংগ্রাম সহায়ক সমিতি শিলিগুড়ি শাখা কমিটি গঠিত হয়।
৬ এপ্রিল উক্ত কমিটি জনসাধারণের কাছ থেকে প্রচুর সাহায্য সামগ্রী সংগ্রহ করে মুক্তিফৌজের হাতে অর্পণ করেন।

জলপাইগুড়িতে সহায়ক কমিটি গঠিত
বাঙলাদেশের মুক্তি সংগ্রামীদের সাহায্যার্থে জলপাই গুড়িতে একটি মুক্তিসংগ্রাম সহায়ক কমিটি গঠিত হয়েছে। শহরের বিশিষ্ট নাগরিকরা ঐ কমিটিতে আছেন। কমিটির পক্ষ থেকে সাহায্য গ্রহণ অভিযান শুরু হয়েছে। কমিটির জনৈক মুখপাত্র জানিয়েছেন যে, হানাদারদের আক্রমণে বাস্তুচ্যুত হয়ে বাঙলাদেশ থেকে শরণার্থীর সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে এবং অবস্থা মােকাবিলার জন্য অবিলম্বে প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণ প্রয়ােজন।

সূত্র: কালান্তর, ১৩.৪.১৯৭১