২১ ফেব্রুয়ারী ১৯৭১ঃ পাবনায় ক্যাপ্টেন মনসুর আলী
সকালে পাবনা প্রেস ক্লাবে আয়োজিত শহীদ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে ক্যাপ্টেন মনসুর আলী বলেন রাজনৈতিক স্বাধীনতার সঙ্গে অর্থনৈতিক মুক্তি না পাওয়া পর্যন্ত জাতীয় জীবনে ভাষা, সংস্কৃতি এবং সাহিত্য এর অবাধ বিকাশ ঘটতে পারে না। ১৯৫২ সালের ভাষা আন্দোলন ছিল একপ্রকার স্বাধিকার আন্দোলন। তিনি বলেন ২৩ বছরের নির্মম শোষণে বাংলার জনগণকে সর্বস্বান্ত করা হয়েছে। এই সর্বনাশা শোষণের হাত হতে মুক্তি পাওয়ার জন্যই সাত কোটি জনতা ঐক্যবদ্ধ হয়ে ৬ ও ১১ দফার পক্ষে বিগত নির্বাচনে রায় দিয়েছে। কিন্তু বাংলার মানুষের এই যুগান্তকারী রায়ের বিরুদ্ধে ষড়যন্ত্র দানা বেধে উঠেছে । তিনি বলেন যত ষড়যন্ত্র এবং নিপীড়ন নেমে আসুক না কেন বাংলার মানুষ সালাম, বরকত, রফিক, জব্বার, আসাদ, জোহার উত্তরসূরিরা কঠিনতর সংগ্রামের মাধ্যমে এদেশের স্বাধিকার প্রতিষ্ঠা করবে। সভায় আরও উপস্থিত ছিলেন পূর্ব পাকিস্তান প্রেসক্লাবের সাধারন সম্পাদক রনেশ মৈত্র, অধ্যাপক অসিত কুমার, আমজাদ হোসেন এমএনএ, অধ্যাপক মতিউর রহমান। পরে সমবেত জনতার সাথে মিছিল করে পাবনা এডওয়ার্ড কলেজ শহীদ মিনারে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন।