You dont have javascript enabled! Please enable it! 1971.02.21 | ময়মনসিংহে সৈয়দ নজরুল ইসলাম - সংগ্রামের নোটবুক

২১ ফেব্রুয়ারী ১৯৭১ঃ ময়মনসিংহে সৈয়দ নজরুল ইসলাম

ময়মনসিংহ আইন কলেজে একুশের অনুষ্ঠান পরবর্তী এক সভায় বক্তৃতা কালে আওয়ামী লীগ সহ সভাপতি সৈয়দ নজরুল ইসলাম বলেন পশ্চিম পাকিস্তানী কায়েমি স্বার্থ বাদী মহল পূর্ব পাকিস্তানের স্বার্থপর গোষ্ঠীর সহিত যৌথ ভাবে প্রাসাদ ষড়যন্ত্রের ফলেই পূর্ব পাকিস্তানের অর্থনৈতিক বিপর্যয়ের কারন। তারা আগে বাংলা ভাষার ধ্বংসের মাধ্যমে আগে একবার বাংলাদেশকে পঙ্গু করতে চেয়েছিল কিন্তু আমাদের দেশপ্রেমিক ছাত্র জনতা তাজা রক্তের বিনিময়ে , জীবনের বিনিময়ে উহা রক্ষা করেন। তিনি বলেন ভাষার উপর এই হামলা বিচ্ছিন্ন ঘটনা নহে উহার উদ্দেশ্য ছিল পূর্ব পাকিস্তানকে চিরতরে পদাবনত রাখা। তিনি সর্বস্তরে বাংলা ভাষা চালু করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।