You dont have javascript enabled! Please enable it! 1971.02.21 | পল্টনে ছাত্রলীগের সভা - সংগ্রামের নোটবুক

২১ ফেব্রুয়ারী ১৯৭১ঃ পল্টনে ছাত্রলীগের সভা

মহান শহীদ দিবস উপলক্ষে বিকেলে পল্টন ময়দানে পূর্ব পাকিস্তান ছাত্রলীগের উদ্যোগে বিরাট জনসভার আয়োজন করা হয়। সভায় সকল বক্তাই শেখ মুজিবের নেতৃত্ব এ স্বাধিকারের সংগ্রাম এগিয়ে নেয়ার জন্য জনগনের প্রতি আহ্বান জানান। বক্তাগন পিপিপি সভাপতি জুলফিকার আলী ভুট্টোর মনোভাবের তীব্র সমালোচনা করেন। অনুষ্ঠানে ছাত্রলীগ সাবেক সভাপতি তোফায়েল আহমেদ এমএনএ, ছাত্রলীগ সভাপতি নুরে আলম সিদ্দিকী, সাধারন সম্পাদক শাহজাহান সিরাজ,ডাকসু ভিপি আসম রব, ডাকসু জিএস আব্দুল কুদ্দুস মাখন বক্তৃতা করেন। সভায় রব বলেন ইসলাম ও সংহতি রক্ষার নামে বাঙ্গালীর দাবী নস্যাৎ করার দিন আর নেই। তিনি বলেন ৩ তারিখের অধিবেশনে শাসনতন্ত্র পেশ করা হবে। সেদিন যদি কেউ শাসনতন্ত্রের ব্যাপারে কিছু বলে তবে নতুন কর্মসূচী দেয়া হবে। তিনি বেতার ও টিভি থেকে সকল উর্দু প্রোগ্রাম বন্ধের আহ্বান জানান। তিনি শাহবাগ হোটেলের কনভেনশন মুসলিম লীগ অফিস দখল করে সেখানে পাঠাগার স্থাপনের দাবী জানান। ডাকসু জিএস আব্দুল কুদ্দুস মাখন জাতীয় পরিষদের অধিবেশনে ভুট্টোর যোগ না দেয়ার কঠোর সমালোচনা করেন। তিনি সর্বস্তরে বাংলা ভাষা চালুর দাবী জানান। সভায় তোফায়েল আহমেদ অনির্ধারিত ভাবে সেখানে উপস্থিত হয়ে বক্তব্য দেন তিনি বলেন ভুট্টোর কথা কে শুনবে, প্রয়োজন আছে কি? কার সাধ আছে। তিনি বলেন আপনারা না আসলেও অসুবিধা নেই আমরা একাই শাসনতন্ত্র প্রনয়ন করব। তিনি ঢাকার আশে পাশে বিমান বিধ্বংসী কামান মোতায়েনের সমালোচনা করেন। সভায় শাহজাহান সিরাজ ইয়াহিয়ার এলএফও সংশোধনের তীব্র সমালোচনা করেন। তিনি হুশিয়ারি উচ্চারন করে বলেন ৩ তারিখেই যদি জাতীয় পরিষদের অধিবেশন অনুষ্ঠিত না হয় এবং ৬ ও ১১ দফার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয় তবে আমরা আমাদের নিজস্ব পথে হাঁটবো। মিরপুরে ছাত্রলীগের মিছিলে হামলার আসামীদের অবিলম্বে গ্রেফতার করা না হলে মিরপুরে খাদ্যশস্য সরবরাহ বন্ধ করে দেয়া হবে। তিনি মিরপুরের একটি সিনেমা হলে একুশে ফেব্রুয়ারিতে উর্দু ছবির প্রদর্শন বন্ধের আহ্বান জানান। সভাপতির ভাষণে নুরে আলম সিদ্দিকী বলেন সাত বছর আইউবের সাথে রাজনীতি করে ভুট্টো হেমলেট সাজতে চাচ্ছেন, চক্রান্তের বিষ প্রয়োগে বাংলাকে হত্যা করতে চাচ্ছেন কিন্তু বাংলার হেমলেট আমরা আপনি নন। তিনি ভুট্টোকে মামলেট বানিয়ে দেয়ার হুমকি প্রদান করেন।