You dont have javascript enabled! Please enable it! 1971.02.21 | মুফতি হাজারভি -মুজিব বৈঠক - সংগ্রামের নোটবুক

২১ ফেব্রুয়ারী ১৯৭১ঃ মুফতি,হাজারভি — মুজিব বৈঠক

জমিয়তে উলামা ইসলাম এর হাজারভি গ্রুপ প্রধান মুফতি মেহমুদ ঢাকায় পৌঁছে শেখ মুজিবের সাথে তার ধানমণ্ডির বাসভবনে ২য় সাক্ষাৎ করেছেন। তাদের বৈঠক দু ঘণ্টাকাল স্থায়ী হয়। বৈঠক শেষে শেখ মুজিব সাংবাদিকদের বলেন আওয়ামী লীগের ভুমিকা অত্যন্ত পরিস্কার। আওয়ামী লীগ তার ভোটারদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। দেশের ভবিষ্যৎ শাসনতন্ত্র ৬ দফা ভিত্তিক হবে। শাসনতন্ত্র প্রনয়নে সহযোগিতার জন্য জাতীয় পরিষদে নির্বাচিত পশ্চিম পাকিস্তানী নেতাদের স্বাগত জানানো হবে। তিনি বলেন অধিবেশন শুরুর ৪-৫ দিন আগে আমরা একসাথে মিলিত হতে পারি। প্রয়োজনে পশ্চিম পাকিস্তানী নেতাদের ৬ দফার আরও ব্যাখ্যা দেয়া যেতে পারে। হাজারভি এবং মুফতি আলোচনার আগে সাংবাদিকদের বলেন অচলবস্থার অবসানই তাদের সফরের লক্ষ্য।  এদিন সোভিয়েত কন্সাল জেনারেল পোপভ শেখ মুজিবের সাথে দেখা করেন।