You dont have javascript enabled! Please enable it!

একাত্তরের উত্তাল মার্চে বিভিন্ন রাজনৈতিক দল ও প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিদের তালিকা। সবার উপরে বঙ্গবন্ধু। এরপর থেকে ক্রমিক শুরু করা হল।
=====================
১. মওলানা আবদুল হামিদ খান ভাসানী—সভাপতি, ন্যাপ (ভাসানী)
২. শেখ ফজলুল হক মনি—সভাপতি, যুবলীগ
৩. সিরাজুল আলম খান—যুবলীগ এবং আওয়ামী লীগের প্রগতিবাদী অংশের নেতৃত্ব প্রদানকারী
৪. তোফায়েল আহমেদ—জাতীয় পরিষদ সদস্য, আওয়ামী লীগ এবং প্রাক্তন ছাত্রলীগ সভাপতি (১৯৬৯-৭০)
৫. নূরে আলম সিদ্দিকী—সভাপতি, ছাত্রলীগ (১৯৭০-৭২)
৬. আ স ম আবদুর রব—সহ-সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)
৭. শাজাহান সিরাজ—ছাত্রলীগ সাধারণ সম্পাদক (১৯৭০-৭২)
৮. আবদুল কুদ্দুস মাখন—সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)
৯. ব্যারিস্টার আমীর-উল-ইসলাম—জাতীয় পরিষদ সদস্য এবং তাজউদ্দীন আহমেদের ঘনিষ্ঠ সহযোগী
১০. ড. কামাল হোসেন—আইন উপদেষ্টা, আওয়ামী লীগ
১১. সৈয়দ নজরুল ইসলাম—সহ-সভাপতি, পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ
১২. তাজউদ্দীন আহমদ—সাধারণ সম্পাদক, পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ
১৩. এম মনসুর আলী—পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা
১৪. খন্দকার মোশতাক আহমেদ—সহ-সভাপতি, পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ
১৫. এএইচএম কামারুজ্জামান—সাধারণ সম্পাদক, নিখিল পাকিস্তান আওয়ামী লীগ
১৬. খান আবদুর সবুর খান—সাধারণ সম্পাদক, মুসলিম লীগ (কাইয়ুম)
১৭. খান আবদুল কাইয়ুম খান—মুসলিম লীগ (কাইয়ুম)-এর সভাপতি
১৮. অধ্যাপক গোলাম আযম—আমির, জামায়াতে ইসলামী, পূর্ব পাকিস্তান
১৯. জুলফিকার আলী ভুট্টো—চেয়ারম্যান, পাকিস্তান পিপলস পার্টি
২০. নূরুল আমিন—সভাপতি, পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি
২১. মোজাফফর আহমদ—সভাপতি, পূর্ব পাকিস্তান ন্যাপ (ওয়ালি)
২২. নূর খান—পাকিস্তান বিমানবাহিনীর সাবেক প্রধান ও রাজনীতিবিদ, পশ্চিম পাকিস্তান
২৩. মালিক গোলাম জিলানি—পাঞ্জাব পাকিস্তান ফ্রন্টের আহ্বায়ক এবং সামরিক শাসনবিরোধী রাজনৈতিক কর্মী, আওয়ামী লীগ সমর্থক
২৪. এয়ার মার্শাল (অবঃ) আসগর খান—পাকিস্তান বিমানবাহিনীর প্রতিষ্ঠাতা এবং সভাপতি তেহরিক-এ ইশতেকলাল পার্টি
২৫. মাওলানা গোলাম গাউস হাজারভি—সাধারণ সম্পাদক, জমিয়াতুল উলেমায়ে ইসলাম
২৬. লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান—গভর্নর ও সামরিক আইন প্রশাসক (৭ মার্চ ১৯৭১-২ সেপ্টেম্বর ১৯৭১), পূর্ব পাকিস্তান
২৭. আতাউর রহমান খান—সভাপতি, পাকিস্তান জাতীয় লীগ
২৮. মশিউর রহমান যাদু মিয়া—সাধারণ সম্পাদক, ন্যাপ (ভাসানী)
২৯. বি এ সিদ্দিকী—প্রধান বিচারপতি, পূর্ব পাকিস্তান সুপ্রিমকোর্ট
৩০. গোলাম মুস্তাফা—অভিনেতা, প্রতিবাদী শিল্পীসমাজের প্রতিনিধি, পূর্ব পাকিস্তান
৩১. খান আতা—অভিনেতা ও চলচ্চিত্রকার, প্রতিবাদী শিল্পীসমাজের প্রতিনিধি, পূর্ব পাকিস্তান
৩২. আবুল ফজল—অধ্যাপক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
৩৩. লেফটেন্যান্ট জেনারেল আজম খান—প্রাক্তন গর্ভনর (১৫ই এপ্রিল ১৯৬০-১০ মে ১৯৬২), পূর্ব পাকিস্তান
৩৪. খান আবদুল ওয়ালি খান—সভাপতি, ন্যাপ (ওয়ালি)
৩৫. মাওলানা মুফতি মাহমুদ—সাধারণ সম্পাদক, জমিয়ত-উল-উলামা-ই-ইসলাম
৩৬. মিয়া মমতাজ দৌলতানা—কাউন্সিল মুসলিম লীগ নেতা
৩৭. সরদার শওকত হায়াত খান—রাজনীতিবিদ, পশ্চিম পাকিস্তান
৩৮. আবদুল জব্বার খান—পাকিস্তানের স্পিকার
৩৯. নওয়াবজাদা নসরুল্লাহ খান—প্রেসিডেন্ট, পিডিপি (পশ্চিম পাকিস্তান)
৪০. মুর্তজা বশীর—চিত্রশিল্পী, প্রতিবাদী শিল্পীসমাজের প্রতিনিধি, পূর্ব পাকিস্তান
৪১. জয়নুল আবেদিন—চিত্রশিল্পী, প্রতিবাদী শিল্পীসমাজের প্রতিনিধি, পূর্ব পাকিস্তান
৪২. এ আর কার্নেলিয়াস—সাবেক আইনমন্ত্রী পাকিস্তান এবং প্রেসিডেন্টের আইন উপদেষ্টা, ১৯৭১
৪৩. লেফটেন্যান্ট জেনারেল এস জি এম পীরজাদা—প্রিন্সিপ্যাল স্টাফ অফিসার, প্রেসিডেন্ট অব পাকিস্তান, ১৯৭১
৪৪. এ্যাডভোকেট জেনারেল কর্নেল হাসান—পাকিস্তান সামরিক বাহিনীর বিচারক
৪৫. গাউস বক্স বেজেঞ্জো—ন্যাপ (ওয়ালি) নেতা, পশ্চিম পাকিস্তান
৪৬. এ কে ব্রোহী—আইনবিশেষজ্ঞ, পশ্চিম পাকিস্তান
৪৭. মেজর জেনারেল (অবঃ) এম আই মজিদ—অবসরপ্রাপ্ত বাঙালি সেনা কর্মকর্তাদের প্রতিবাদ সমাবেশে (২২ মার্চ) সভাপতিত্ব করেন।
৪৮. কর্নেল এমএজি ওসমানী—অবসরপ্রাপ্ত বাঙালি সামরিক কর্মকর্তা, জাতীয় পরিষদ সদস্য, আওয়ামী লীগ
৪৯. ফ্লাইট লেফটটেন্যান্ট খলিলউল্লাহ—২২ মার্চ প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণকারী অবসরপ্রাপ্ত বাঙালি বিমান কর্মকর্তা
৫০. কমোডর জয়নুল আবেদীন—২২ মার্চ প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণকারী অবসরপ্রাপ্ত বাঙালি বিমান কর্মকর্তা
৫১. মেজর (অবঃ) খাজা হাসান আশকারী—কাউন্সিল মুসলিম লীগ নেতা, পূর্ব পাকিস্তান
০০০
দলিলটি সংগ্রামের নোটবুকের পক্ষ থেকে টাইপ করে দেয়া হল।
তথ্যসূত্র
১৯৭১ অসহযোগ আন্দোলন ও প্রতিরোধ – আফসান চৌধুরী
১. বা.স্ব. যু. দ. দ্বিতীয় খন্ড, পৃষ্ঠা ৬২৮
২. বা. স্বা. যু. দ. দ্বিতীয় খন্ড, পৃষ্ঠা ৬৩২
৩. মুক্তিযুদ্ধে রাইফেলস ও অন্যান্য বাহিনী, সুকুমার বিশ্বাস, মাওলা ব্রাদার্স, পৃষ্ঠা ৫৪
৪. বা. স্বা. যু. দ. দ্বিতীয় খন্ড, পৃষ্ঠা ৬৪৯
৫. মুক্তিযুদ্ধে রাইফেলস ও অন্যান্য বাহিনী, সুকুমার বিশ্বাস, মাওলা ব্রাদার্স, পৃষ্ঠা ৫৪

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!