You dont have javascript enabled! Please enable it!

মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানী শাসক আয়োজিত উপনির্বাচনে যারা মনোনয়ন পত্র পেশ করেছেন তাদের তালিকা –
রেফারেন্স – দৈনিক সংগ্রাম, ২১ অক্টোবর ১৯৭১
(পড়ার সুবিধার্থে সংগ্রামের নোটবুকের পক্ষ থেকে পুরোটা টাইপ করে দেয়া হল।)
৪৭টি আসনে ১১৫ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
===============================
(১ম পাতার পর)
৪৭টি নির্বাচনী এলাকা থেকে যে ১১৫ জন প্রার্থী উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র পেশ করেছেন, নির্বাচনী এলাকা ভিত্তিতে তাঁদের নাম দেয়া গেলো :
রংপুর
এন-ই-৯, রংপুর—৯ (১) জনাব মুহাম্মদ রঈসুদ্দীন আহমদ, (২) জনাব সিরাজুল ইসলাম মিয়া, (৩) শাহ মুহাম্মদ রুহুল ইসলাম ;
এন-ই-১০, রংপুর—১০ (১) জনাব মুহাম্মদ আকমল হোসেন, (২) জনাব আবদুল মান্নান খান, (৩) জনাব সাঈদুর রহমান।
দিনাজপুর
এন-ই-১৩, দিনাজপুর—১ (১) জনাব নুরুল হক চৌধুরী, (২) জনাব মকবুলুর রহমান।
এন-ই-১৪, দিনাজপুর—২ (১) মওলানা তমিজউদ্দীন, (২) জনাব আবুল হাশেম (৩) এম.এ. নঈম।
এন-ই-১৫, দিনাজপুর—৩ (১) জনাব খোরশেদ আলী আহমদ, (২) জনাব আবদুল্লাহিল কাফী।
এন-ই-১৬, দিনাজপুর—৪ (১) জনাব আবুল হাসেম, (২) জনাব রমিজউদ্দিন আহমদ।
বগুড়া
এন-ই-১৯, বগুড়া—১ (১) জনাব আব্বাস আলী খান, (২) জনাব আবদুল আলীম।
এন-ই-২০, বগুড়া—২ (১) জনাব মসিউল ইসলাম, (২) জনাব আবদুল মজিদ তালুকদার।
পাবনা
এন-ই-২৪, পাবনা—১ (১) জনাব তরিকুল আলম খান, (২) জনাব আবদুল খালেক।
এন-ই-২৬, পাবনা—৩ (১) জনাব আবদুল মতিন।
রাজশাহী
এন-ই-৩০, রাজশাহী—১ (১) জনাব খায়েরউদ্দীন, (২) জনাব মখলেসুর রহমান, (৩) জনাব বদিউল আলম, (৪) জনাব লাল মোহাম্মদ, (৫) জনাব তসিব উদ্দীন।
এন-ই-৩২, রাজশাহী—৩ (১) জনাব আবদুস সোবহান চৌধুরী, (২) জনাব জসীম উদ্দীন আহমদ, (৩) জনাব আবুল কাসেম।
এন-ই-৩৩, রাজশাহী—৪ (১) জনাব আফাজউদ্দীন আহমদ, (২) জনাব মুহাম্মদ মুজিবুর রহমান, (৩) মুহাম্মদ আজিজুল হক।
এন-ই-৩৬, রাজশাহী—৭ (১) জনাব মুনীর ‍উদ্দীন আহমদ, (২) জনাব আইনদ্দীন, (৩) জনাব দাউদ হোসেন, (৪) জনাব আবদুস সাত্তার খান চৌধুরী।
কুষ্টিয়া
এন-ই-৩৯, কুষ্টিয়া—১ (১) জনাব আফিলউদ্দীন আহমদ, (২) জনাব নুরুল ইসলাম, (৩) জনাব আবদুল লতিফ আনসারী।
এন-ই-৪০, কুষ্টিয়া—২ (১) জনাব সা’দ আহমদ।
এন-ই-৪০, কুষ্টিয়া—৩ (১) জনাব আবদুল মতিন।
এন-ই-৪২, কুষ্টিয়া—৪ (১) জনাব মিয়া মনসুর আলী, (২) মওলানা হাবীবুর রহমান, (৩) জনাব আছমত আলী, (৪) জনাব আকবর আলী মোল্লা।
যশোর
এন-ই-৪৫, যশোর—৩ (১) সৈয়দ শামসুর রহমান, (২) জনাব আবদুল ওয়াহাব।
এন-ই-৪৬, যশোর—৪ (১) খাজা সৈয়দ শাহ্, (২) গাজী এরশাদ আলী।
এন-ই-৪৭, যশোর—৫ (১) জনাব মাসুদ-উদ-রহমান, (২) জনাব ওয়াহেদ আলী আনসারী, (৩) জনাব মেসবাহ উদ্দীন, (৪) জনাব নাজিমউদ্দীন আল-আজাদ।
খুলনা
এন-ই-৫১, খুলনা—২ (১) মওলানা এ.কে.এম. ইউসুফ, (২) জনাব আলতাফ হোসেন।
এন-ই-৫৩, খুলনা—৪ (১) জনাব আবদুস সবুর খান, (২) জনাব শামসুর রহমান।
এন-ই-৫৪, খুলনা—৫ (১) জনাব এস.এম. আমজাদ হোসেন, (২) জনাব জুনায়েত আহমদ, (৩) এ.এফ.এম. আবদুল জলিল, (৪) জনাব আবুল হোসেন, (৫) জনাব শামসুর রহমান।
মোমেনশাহী
এন-ই-৭৮, মোমেনশাহী—৩ (১) জনাব এস.এম. ইউসুফ আলী, (২) অধ্যক্ষ আশরাফ ফারুকী।
এন-ই-৮৫, মোমেনশাহী—১০ (১) জনাব শাহাবুদ্দিন আহমদ, (২) জনাব এম.এ. হান্নান, (৩) জনাব আবদুর রশীদ, (৪) মৌলবী আবদুল হামিদ।
এন-ই-৯১, মোমেনশাহী—১৬ (১) জনাব মুজীবুর রহমান।
এন-ই-৯২, মোমেনশাহী-১৭ (১) সৈয়দ মুসলেহ উদ্দীন।
এন-ই-৯৩, মোমেনশাহী-১৮ (১) জনাব জিল্লুর রহমান, (২) জনাব মমতাজউদ্দীন আকন্দ।
ফরিদপুর
এন-ই-৯৬, ফরিদপুর—৩ (১) জনাব আফজাল হোসেন, (২) জনাব ইউসুফ আলী চৌধুরী, (৩) জনাব মুকিমুদ্দীন আহমদ।
এন-ই-৯৭, ফরিদপুর—৪ (১) জনাব আবদুর রহমান বাকাউল, (২) মওলানা আবদুল আলী, (৩) জনাব আবদুর রাজ্জাক শিকদার।
ঢাকা
এন-ই-১০৭, ঢাকা—৪ (১) জনাব এ.বি.এম. আহমদ আলী মন্ডল, (২) জনাব আকরাম হোসেন খান।
এন-ই-১০৮, ঢাকা—৫ (১) অধ্যাপক মুহাম্মদ ইউসুফ আলী।
এন-ই-১১৩, ঢাকা—১০ (১) জনাব মুহাম্মদ শহীদুল্লাহ।
এন-ই-১১৫, ঢাকা—১২ (১) জনাব মাহতাব উদ্দিন, (২) জনাব মুহাম্মদ মাহবুবুর রহমান খান।
এন-ই-১১৭, ঢাকা—১৪ (১) জনাব আলমাস আলী, (২) জনাব খাজা খায়েরউদ্দীন, (৩) জনাব সাইফুর রহমান, (৪) ডাঃ এম.কে. শিকদার, (৫) জনাব মুহাম্মদ জাহাঙ্গীর।
এন-ই-১১৯, ঢাকা—১৬ (১) জনাব শামসুদ্দীন আহমদ, (২) জনাব মুহাম্মদ বাদশা মিয়া।
সিলেট
এন-ই-১২৫, সিলেট—৬ (১) জনাব মুহাম্মদ শহীদ আলী, (২) হাফিজ মওলানা নুরুদ্দীন, (৩) জনাব ফজলুর রহমান।
এন-ই-১২৭, সিলেট—৮ (১) জনাব সরদার আবদুর মজিদ, (২) জনাব মাহমুদ আলী, (৩) জনাব শফিকুল হক, (৪) মকবুল হোসেন খান।
কুমিল্লা
এন-ই-১৩০, কুমিল্লা—১ (১) জনাব আশরাফ আলী।
এন-ই-১৩২, কুমিল্লা—২ (১) জনাব শফিকুল ইসলাম, (২) জনাব আলী আমজাদ খান।
এন-ই-১৪৩, কুমিল্লা—১৩ (১) জনাব দলিলুর রহমান।
এন-ই-১৪৪, কুমিল্লা—১৪ (১) জনাব মুহম্মদ আবদুল হক।
চট্টগ্রাম
এন-ই-১৫৩, চট্টগ্রাম—১ (১) জনাব মুহাম্মদ নুরুল্লাহ।
এন-ই-১৫৪, চট্টগ্রাম—৩ (১) জনাব এ.কে.এম. ফজলুল কাদের চৌধুরী, (২) জনাব মাহমুদুন্নবী চৌধুরী।
এন-ই-১৫৮, চট্টগ্রাম—৬ (১) মৌলবী ফরিদ আহমদ, (২) মাহমুদুন্নবী চৌধুরী, (৩) জনাব হামিদুর রহমান, (৪) জনাব এ.কে.এম. ফজলুল কবির চৌধুরী।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!