You dont have javascript enabled! Please enable it!

মুক্তি সংগ্রামে যােগ দিন-

ভাসানি

কৃষ্ণনগর, ২৭ মার্চ-এখানে এই মর্মে সংবাদ পৌচেছে যে, বামপন্থী জাতীয় আওয়ামি পার্টি নেতা মৌলানা আবদুল হামিদ ভাসানি বাংলাদেশে মুক্তিফৌজের সঙ্গে যােগ দেবার জন্য আজ তাঁর কৃষক সংস্থার সদস্যদের নির্দেশ দিয়েছেন। তার দলের সদস্য সংখ্যা প্রায় ৫০ হাজারের মত।  মৌলানা অনেকদিন ধরেই স্বাধীন পূর্ব বাংলার জন্য সংগ্রাম করে আসছেন। মৌলানার দল ৭ ডিসেম্বরের নির্বাচনে অংশ নেয়নি। তিনি শ্রীরহমানের আইন অমান্য আন্দোলন সম্পূর্ণ সমর্থন করেছেন। অস্ত্র বােঝাই স্টিমার আটক কৃষ্ণনগরে আরও যে-সব সংবাদ পৌচেছে তাতে জানা যায়, বাংলাদেশের প্রায় এক হাজার মুক্তি সংগ্রামী গঙ্গা তীরবর্তী মহকুমা শহর নবাবগঞ্জে অস্ত্রশস্ত্র ও গােলাবারুদ বােঝাই একটি স্টিমারকে আটক করে। পাক সামরিক বাহিনীর নিয়ন্ত্রিত রাজশাহী শহরের অভিমুখে স্টিমারটি যখন যাত্রা করবে, সেই সময় এটাকে আটক করা হয়। 

Reference:

২৮ মার্চ ১৯৭১, দৈনিক আনন্দবাজার পত্রিকা 

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!