You dont have javascript enabled! Please enable it!

পূর্ববঙ্গে অস্ত্রশিক্ষা

শিলং, ২৫ মার্চ-শেখ মুজিবর রহমান ও প্রেঃ ইয়াহিয়া খানের মধ্যে আলােচনা যদি ভেঙে যায়, তবে হয় তাে একটা হেস্তনেস্ত করার প্রয়ােজন হবে। তাই তারই প্রস্তুতি হিসাবে পূর্ব বাংলায় অসামরিক ব্যক্তিদের অস্ত্র চালনার তালিম দেওয়া হচ্ছে। সীমান্তের ওপার থেকে পাওয়া নির্ভরযােগ্য খবরে এ কথা জানা গিয়েছে। তালিমের ব্যবস্থা করেছে আওয়ামী লীগ এবং মৌলানা আবদুল হামিদ ভাসানির জাতীয় আওয়ামী পার্টি। শিক্ষার্থীদের মধ্যে হাজার পঞ্চাশ ছােট অস্ত্র বণ্টন করা হয়েছে। এ-ব্যাপারে গ্রামে গ্রামে দারুন উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। অস্ত্র সরবরাহ কোথা থেকে হচ্ছে তা জানা যায়নি। চট্টগ্রাম বন্দরের চারপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Reference:

২৬ মার্চ ১৯৭১, দৈনিক আনন্দবাজার পত্রিকা