You dont have javascript enabled! Please enable it! 1971.03.26 | ভুট্টোর বিরুদ্ধে ঢাকা বেতার কেন্দ্রের অভিযােগ | দৈনিক আনন্দবাজার পত্রিকা - সংগ্রামের নোটবুক

ভুট্টোর বিরুদ্ধে ঢাকা বেতার কেন্দ্রের অভিযােগ

ঢাকা বেতার কেন্দ্র আজ শ্রী ভুট্টোর বিরুদ্ধে এই অভিযােগ তুলেছেন, তিনি সাংবিধানিক সংকট মােচনে বর্তমান প্রয়াস বানচাল করার চেষ্টা করছেন। এই প্রসঙ্গে বেতার কেন্দ্র গত জানুয়ারি মাসে ভারতীয় বিমান ছিনতাই করে তা ধ্বংস করার ঘটনার ব্যাপারে শ্রী ভুট্টোর ভূমিকার কথা বিশেষভাবে উল্লেখ করেন। বেতারে বলা হয়, শ্রী ভুট্টোর জন্যই, মনে হয়, ইয়াহিয়া মুজিবর আলােচনা কার্যত অচলাবস্থা দেখা দিয়েছে। শ্রী ভুট্টো তার ঢাকা হােটেলের জানালা দিয়ে যদি বাইরের দিকে তাকাতেন, তাহলে তার চোখ খুলে যেত। ২৩ মার্চ প্রতিরােধ দিবসে তিনি নিশ্চয়ই তাঁর হােটেলের জানালা দিয়ে দেখেছেন, মিলিটারি ক্যান্টনমেন্ট এবং প্রেসিডেন্ট ভবনের ছাদে ছাড়া ঢাকায় পাকিস্তানের কোন পতাকা ওড়েনি। তিনি নিশ্চয়ই জেনেছেন, জনগণ পাকিস্তানী পতাকা বর্জন করে নতুন পতাকা গ্রহণ করেছেন।

Reference:

২৬ মার্চ ১৯৭১, দৈনিক আনন্দবাজার পত্রিকা