১৯ ফেব্রুয়ারী ১৯৭১ঃ ইয়াহিয়া খানের সাথে বৈঠকোত্তর সাংবাদিক সম্মেলনে ভুট্টো।
রাওয়ালপিন্ডিতে প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সাথে পাচ ঘণ্টা ব্যাপী বৈঠকের পর সানবাদিকের ভুট্টো আবারও বলেছেন জাতীয় পরিষদের অধিবেশনে তার যোগ না দেয়ার সিদ্ধান্ত অনড় ও অপরিবর্তনীয়। তবে তার দলকে যদি শাসনতন্ত্র প্রনয়নে ভুমিকা রাখতে দেয়া হয় এবং তাদের মতামতকে বিবেচনায় নেয়া হয় তবেই তার দল জাতীয় পরিষদের অধিবেশনে যোগ দিবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন আওয়ামী লীগের সাথে আলোচনার পথ এখনও খোলা আছে। তিনি বলেন দেশের সঙ্কট যে গুরুতর তাহা প্রেসিডেন্টও স্বীকার করেন। মুদ্রা, কর ও বৈদেশিক বাণিজ্য সংক্রান্ত ৬ দফার অংশ সমুহ সামান্য রদবদল করলেই আপোষ সম্ভব হয়। তিনি বলেন তিনি মুজিবের সাথে আবারো দেখা করতে প্রস্তুত আছেন। তিনি বলেন পিপিপিকে বাদ দিয়ে শাসনতন্ত্র রচনা ডেনমার্কের যুবরাজ ছাড়া হেমলেট মঞ্চস্থ করার শামিল। তিনি আরও বলেন শাসনতন্ত্র লেখার জন্য আমরা পরিস্কার স্লেট চাই।