You dont have javascript enabled! Please enable it! 1971.09.25 | ২৫ সেপ্টেম্বর ১৯৭১ | আজকের এদিনে (with references) - সংগ্রামের নোটবুক

1971.09.25 | ২৫ সেপ্টেম্বর ১৯৭১ | আজকের এদিনে (with references)

২৫ সেপ্টেম্বর ১৯৭১ আজকের এদিনে

মুক্তিযুদ্ধের ৬ মাস পূর্তিতে সৈয়দ নজরুল এবং ওসমানীর বেতার ভাষণ
মুক্তিযুদ্ধের ৬ মাস পূর্তি উপলক্ষে অস্থায়ী প্রেসিডেন্ট সৈয়দ নজরুল ইসলাম এবং প্রধান সেনাপতি কর্নেল ওসমানী স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে জাতির উদ্দেশে ভাষণ দেন। ভাষণে সৈয়দ নজরুল বলেছেন স্বাধীন বাংলাদেশ ছাড়া তাদের কাছে আর অন্য কিছু বিবেচিত হবে না। তিনি বলেন পাকিস্তান এখন অর্থনৈতিক ভাবে পঙ্গু। এইড কনসোর্টিয়াম তাদের টাকা দিচ্ছেনা। তারা পাট চা চামড়া রপ্তানি করতে পারছে না তাদের বৈদেশিক মুদ্রা সঙ্কট হয়েছে। তাই তার ভিক্ষার ঝুলি নিয়ে বিদেশে ধর্না দিয়ে বেড়াচ্ছে। পশ্চিম পাকিস্তানী জনগনের মাঝে হতাশা বিরাজ করছে। পাঠান সিন্ধি বালুচদের মধ্যে জাতীয়তা মাথা চাড়া দিয়ে উঠছে। পাঠান সিন্ধি বালুচ রা যদি আমাদের মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ে তবে বাংলাদেশের মানুষ তাদের সাহায্যে এগিয়ে আসবে। কর্নেল ওসমানী তার বক্তৃতায় মুক্তিযুদ্ধের ৬ মাসের কাহিনী বর্ণনা করে বলেন বাংলাদেশের জনগন যে কোন প্রকারেই হোক বাংলাদেশ মুক্ত করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। মুক্তিবাহিনী ৬ মাসে ২৫০০০ পাক সৈন্য হত্যা করেছে। এর মধ্যে ৩০০ অফিসার। তিনি বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তি, পাকিস্তানের সেনাবাহিনী অপসারণ, নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর ছাড়া পাকিস্তানীদের সাথে কোন মীমাংসা হতে পারেনা। তিনি তার ভাষণে মুক্তিযোদ্ধাদের বীরত্ব এর প্রশংসা করেন। তিনি মুক্তিযোদ্ধাদের জন্য পুরস্কার ঘোষণা করেন। এর পরিমান ২০০০, ৫০০০ এবং ১০০০০ টাকা। তিনি বলেন নিহতদের নিকট আত্মীয়রা এ অর্থ পাবে। সরকার তাদের জীবিকা নির্বাহের খরচ এবং বাস স্থানের বেবস্থা করবে। তিনি বলেন আমাদের ৬ মাসের সাফল্য ভিয়েতনামের ২ বছরের সাফল্য এর চেয়েও বেশী হয়েছে। তিনি বলেন ৬ মাসে আমাদের মাত্র ১৪০ জন শহীদ হয়েছে। ৬ মাসে মুক্তিবাহিনী প্রচুর পরিমানে চীনা এবং ইরানী অস্র হস্তগত করেছে। তিনি পাক সেনাবাহিনীর দালালদের দালালী ত্যাগ করে আত্মসমর্পণ করার আহবান জানান। তিনি বলেন তাদের প্রতি ভাল আচরণ করা হবে। [কালান্তর ২৬ সেপ্টেম্বর ১৯৭১]
খন্দকার মুস্তাক আহমেদ
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ৬ মাস পূর্তি উপলক্ষে কলকাতা বাংলাদেশ মিশন থেকে এক বিবৃতিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী খন্দকার মুস্তাক আহমেদ বলেছেন বাংলাদেশ পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী। তিনি বলেন বিভিন্ন শক্তি গোষ্ঠী যে “রাজনৈতিক মীমাংসা”, “রাজনৈতিক আপোষ”, “মিটমাট” বা সমাধানের যে কথা বলছেন তার প্রেক্ষাপটে তিনি এ কথা বলেছেন। তিনি বলেন বাংলার মানুষের রক্তের স্রোতকে যেন শক্তিগোষ্ঠীগুলির স্বার্থে কিংবা রাজনৈতিক কিলক বজায় রাখবার জন্য যেন ব্যাবহার না করা হয়। তিনি বলেন যারা বাংলার সাড়ে সাত কোটি মানুষের স্বার্থ বিরোধী কাজ করছে তাদের আমরা অনু রোধ করছি যদি তারা আমাদের বাচাবার মত কিছু না দিতে পারেন তবে অনুগ্রহ করে আমাদের স্বাধীনতার জন্য মরতে দিন। তিনি বলেন বহিঃশক্তি থেকে পাকিস্তানের কাঠামোতে থেকেই স্বাধীনতা এবং স্বায়ত্তশাসনের প্রস্তাব পেয়েছি। এ প্রস্তাব আজ বাংলাদেশের মানুষের কাছে গ্রহনযোগ্য নয়। আমরা এ ৬ মাসে পাকিস্তান সেনাবাহিনীকে অস্থির করে ফেলেছি অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙ্গে দিয়েছি এবং তারা তাদের অসামরিক মন্ত্রীসভায় আমাদের ১৬৭ জন থেকে মাত্র একজন নিতে পেরেছে। [কালান্তর ২৬ সেপ্টেম্বর ১৯৭১]
আরও ৫ কূটনীতিক বরখাস্ত
পাকিস্তান সরকার পক্ষত্যাগী ৫ বাঙালী কূটনীতিককে বরখাস্ত করেছে। এরা হলেন আবুল মাল আব্দুল মুহিত (সিএসপি) ইকনমিক কাউন্সিলর যুক্তরাষ্ট্র, মহিউদ্দিন আহম্মদ (সিএসএস) ট্রেড কমিশনার হংকং, রফিকুল ইসলাম চৌধুরী (পিএসপি) ১ম সচিব ডেপুটি হাই কমিশন কলকাতা, ফজলুল হক লেবার এটাচে ব্রিটেন , কাজী নজরুল ইসলাম (সিএসএস) ৩য় সচিব ডেপুটি হাই কমিশন কলকাতা। [*]
মুক্তিবাহিনী
১ নং সেক্টরে মুক্তি বাহিনীর ১৫ জনের একটি দল গুথুমা এবং আরেকটি দল চম্পক নগরে পাক অবস্থানে হামলা করে হামলায় কয়েকজন পাক সৈন্য হতাহত হয়। হামলায় পাকিস্তানীদের কয়েকটি বাঙ্কার ধ্বংস হয়। ৪ নং সেক্টরে মুক্তিবাহিনীর ১০০ জনের একটি দল দেওতলীতে পাক অবস্থানের উপর আক্রমণ করে। এ হামলায় পাল্টা আক্রমনে এক মুক্তিযোদ্ধা আহত হয়। [স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র ২৬ সেপ্টেম্বর ১৯৭১]

হিন্দু এনিমি সম্পত্তি নিলাম

কতক হিন্দু এনিমি সম্পত্তি নিলামের জন্য ইত্তেফাক পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ করা হয়। এর মধ্যে আছে হরদেও গ্লাশ ফ্যাক্টরি, সিলেটের ফেঞ্চুগঞ্জের কয়েকটি চা বাগানের চা, দুলী চাঁদ উম্রাও লাল অয়েল মি আর্য ঔষধালয়। [*]

কাউন্সিল মুসলিম লীগ

উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য কাউন্সিল মুসলিম লীগ মনোনয়ন আহবান করেছে। দলের পার্লামেন্টারি সেক্রেটারি নুরুল হক মজুমদার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন।
কাউন্সিল মুসলিম লীগের কেন্দ্রীয় কমিটির বৈঠক দলের প্রাদেশিক সভাপতি খাজা খয়ের উদ্দিনের সভাপতিত্তে অনুষ্ঠিত হয়েছে। সভায় দলের সাধারন সম্পাদক ও অর্থমন্ত্রী আবুল কাশেম, মন্ত্রী নওয়াজেশ আহমেদ এবং প্রাদেশিক সাধারন সম্পাদক আতাউল হক বক্তৃতা করেন। [*]

কনভেনশন মুসলিম লীগের বৈঠক

কনভেনশন মুসলিম লীগের এক বৈঠক হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সভাপতি ফজলুল কাদের চৌধুরী। বৈঠকে শিল্প মন্ত্রী আখতার উদ্দিন অংশ নেন। বৈঠকটি গোপন ছিল বিধায় বৈঠকের আলোচনার বিষয় প্রেসকে জানানো হয়নি। দলের প্রাদেশিক সভাপতি শামসুল হুদাকে বহিস্কার করায় তিনি এ বৈঠকে উপস্থিত ছিলেন না। [*]

গভর্নর

গভর্নর রেডিওতে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য একটি অনুষ্ঠান উদ্বোধন কালে বলেছেন ছাত্রদের পাকিস্তানের জন্য জীবন উৎসর্গ করার আহবান জানান। তিনি ছাত্রদের ক্লাসে উপস্থিত থাকার জন্য আহবান জানান। [*]

জাতিসংঘে পাক ও বাংলাদেশ প্রতিনিধিদলের তৎপরতা
জাতিসংঘের সাধারন পরিষদে পাকিস্তান দলনেতা মাহমুদ আলী বলেছেন পাকিস্তানের অনিষ্ঠ সাধন ও ভারতের স্বার্থ হাসিলের জন্য ভারত সরকার কিছু দলত্যাগী পাকিস্তানী কূটনীতিককে ব্যাবহার করছে। উহা প্রতিরোধের জন্য জাতিসংঘে পাকিস্তান প্রতিনিধিদল তাদের সাধ্যমত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। দলনেতা মাহমুদ আলী বিভিন্ন দেশের প্রতিনিধিদলের কাছে পূর্ব পাকিস্তানের পরিস্থিতি ব্যাখ্যা করিতেছেন। তিনি ইন্দোনেশিয়ান প্রতিনিধির সাথে সাক্ষাৎ করে পূর্ব পাকিস্তান পরিস্থিতি ব্যাখ্যা করেছেন। তিনি এপিপি সাংবাদিককে বলেন মাত্র তিনটি দেশ যদি ভারতের উপর প্রভাব খাটায় তবে ভারত পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ বন্ধ করতে পারে। [*]
বাংলাদেশী প্রতিনিধিদলের ২ জন সদস্য বিচারপতি আবু সায়ীদ চৌধুরী এবং কূটনীতিক মাহমুদ আলী পরিষদ লাউঞ্জে উপস্থিত থেকে বিভিন্ন তৎপরতা চালাচ্ছেন। এটিএম সাদি এবং জুলমত আলী খানকে একটি সভায় অংশ নিতে যাওয়ার সময় পথ রোধ করে তাদের উদ্দেশে কিছু বলেন। লাউঞ্জে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফাতিমা সাদিক বাঙালি গনহত্যা বিষয়ক এক বিতর্কে আসার জন্য তাহার প্রাক্তন ভিসি সায়ীদ চৌধুরীকেকে আমন্ত্রন জানান। সাধারন পরিষদের বিতর্কের ২য় দিনে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ভাষণ রয়েছে তাই পাকিস্তান প্রতিনিধিদল তার বক্তব্য খণ্ডন করার জোর প্রচেষ্টার প্রস্তুতি নিচ্ছেন। পাকিস্তানের বক্তব্য ১ অক্টোবর নির্ধারিত তবে ভারতের মন্ত্রীর জবাব দানের জন্য পাকিস্তানের সুযোগ থাকবে। পাকিস্তান দল নেতা আন্তজার্তিক আদালতের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ জাফর উল্লাহ খানের সহিত সাক্ষাৎ করেন। জাফর উল্লাহ খান একই দিন সাধারন পরিষদ সভাপতি আদম মালিকের সাথে দেখা করেন। [*]
ভূট্টো
পিপিপি প্রধান জুলফিকার আলী ভূট্টো কোয়েটায় দলীয় কর্মী সমাবেশে বলেছেন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান তার সাথে গত মার্চ মাস থেকে তার সাথে ধারাবাহিকভাবে কয়েকটি বৈঠকে মিলিত হয়েছেন। এতে তিনি এ সিদ্ধান্তে উপনীত হয়েছেন জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রেসিডেন্ট এর আন্তরিকতা রয়েছে। তিনি বলেন প্রেসিডেন্ট এর আন্তরিকতার উপর তার আস্থা ও শ্রদ্ধা রয়েছে। তিনি বলেন আগামী জানুয়ারী র মধ্যে জন প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর না হলে দেশ এমন এক পরিস্থিতির দিকে যাবে যা থেকে আর উত্তরণ সম্ভব হবে না। জনগন তখন গণতন্ত্রকে বিদায় জানাবে। তিনি বলেন পৃথিবীর সক্ল গনতান্ত্রিক দেশের ন্যায় পিপিপিকেও সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আন্তজার্তিক গুরুত্বপূর্ণ বিষয়ে অবহিত রাখা উচিত। [*]

দুই মন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠানে গোলাম আজম
ঢাকার এম্পায়ার হোটেলে ঢাকা শহর জামাতে ইসলামী আয়োজিত জামাতে ইসলামী থেকে মনোনীত দুইজন মন্ত্রী শিক্ষা মন্ত্রী আব্বাস আলী খান এবং রাজস্ব মন্ত্রী একেএম ইউসুফের সংবর্ধনা অনুষ্ঠানে জামাত প্রাদেশিক সভাপতি গোলাম আজম বলেন মুসলিম জাতীয়তাবাদকে বাদ দিয়ে তিনি বাঙ্গালী জাতীয়তাবাদ মানতে রাজি নন। জামাতের কর্মীরা পাকিস্তান অখণ্ড রাখার সংগ্রামে নিজেদের আত্মাহুতি দিচ্ছে। তিনি বলেন দেশের সাম্প্রতিক সঙ্কট ও দুষ্কৃতিকারীদের ধ্বংসাত্মক কার্যকলাপে যত পাকিস্তানী শহীদ হয়েছে তাদের মধ্যে সবচে বেশীই জামাত কর্মী। জামাতে ইসলামী পাকিস্তান ও ইসলামকে অভিন্ন মনে করে। পাকিস্তান সারা বিশ্ব মুসলিমদের জন্য ইসলামের ঘর। পাকিস্তান বেচে না থাকলে জামাত কর্মীদের দুনিয়ায় বেচে থাকার কোন অর্থ হয় না। তাই জামাত কর্মীরা জীবন বাজী রেখে পাকিস্তান রক্ষায় কাজ করে যাচ্ছে। দেশের শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্যই তার দলের দুই সিনিয়র নেতাকে মন্ত্রিত্ব নিতে হয়েছে। তিনি বলেন জামাত ক্ষমতার পাগল নহে তাই যদি হত তাহলে আইউবের সরকারে তারা যোগ দিতে পারতো। জামাত আইউবের আমন্ত্রন প্রত্যাখ্যান করায় তার দল নিষিদ্ধ হয়েছিল এবং নেতাদের জেলে যেতে হয়েছিল।
একটি আদর্শবাদী দল হয়ে জনগনের প্রতিনিধিত্ব দ্বারা গঠিত নয় এমন মন্ত্রীসভায় যোগদানের কারন তিনি ব্যাখ্যা প্রদান করেন। পরে মন্ত্রীদ্বয়ের উদ্দেশে অভিনন্দন বাণী পাঠ করেন দলের শহর সভাপতি গোলাম সারওয়ার সভায় মন্ত্রীদ্বয় বলেন দায়িত্ব পালনে সবার সহযোগিতা দোয়া পরামর্শই চলার পথে পাথেয় হবে বলে উল্লেখ করেছেন।
সভায় সভাপতিত্ব করেন শহর জামাত সভাপতি গোলাম সারোয়ার। সভায় আরও ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমির আব্দুর রহিম, প্রাদেশিক সাধারন সম্পাদক আব্দুল খালেক, শফিকুল্লাহ, ডঃ কাজী দীন মোহাম্মদ, ডঃ আব্দুল লতিফ ভুইয়া, ডঃ ইমাম উদ্দিন, ডঃ হাবিবুল্লাহ , ডঃ মুস্তাফিজুর রহমান, আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ জালাল উদ্দিন, অধ্যক্ষ আমিরুল হক। [***]
মুক্তিযোদ্ধাদের পেতে রাখা বোমায় মন্ত্রী আহত
মুক্তিযোদ্ধাদের পেতে রাখা টাইম বোমায় দুপুর দেড়টায় প্রাদেশিক মৌলিক গনতন্ত্র ও স্বায়ত্তশাসন (স্থানীয় সরকার) মন্ত্রী ও নেজামে ইসলামী নেতা মওলানা মোহাম্মদ ইসহাক আহত হয়েছেন। তিনি ডান পা ও ডান হাতে আঘাত পেয়েছেন তবে তা গুরুতর নয়। লালবাগে দলীয় অফিসে এক সভা শেষে সচিবালয়ে যাওয়ার পথে ঢাকা মেডিক্যালের সামনে পৌঁছালে ঘটনা ঘটে। পুলিশ বলেছে ড্রাইভারের আসনের নীচে বোমা পাতা হয়েছিল। বিস্ফোরণে তার গাড়ীর ড্রাইভার আহত হয়েছেন। গাড়িতে থাকা তার দেহরক্ষী এবং এক ছাত্র নেতা অক্ষত ছিলেন। আহত মন্ত্রীকে সঙ্গে সঙ্গে ঢাকা মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে দেখতে যান মন্ত্রী আখতার উদ্দিন, এ এস এম সোলায়মান, কাউন্সিল মুসলিম লীগ নেতা খাজা খয়ের উদ্দিন, একিউএম শফিকুল ইসলাম গভর্নরের সামরিক সচিব। রমনা থানায় মামলা দায়ের করা হয়েছে কোন গ্রেফতার নেই। [*]

মন্ত্রিসভায় পিডিপির যোগদান
মালিক মন্ত্রীসভায় পিডিপি এতদিন যোগ দেয়নি। দল থেকে তখন সিদ্ধান্ত ও মনোনয়ন না দেয়ায় তাদের অন্তর্ভুক্তি বিলম্ব হচ্ছিল। মন্ত্রীর তালিকায় যাদের নাম শোনা যাচ্ছিল তারা হল চট্টগ্রামের মাহমুদুননবি চৌধুরী, সিলেটের জসিম উদ্দিন ও মোঃ জিলানি, ময়মনসিংহ এর আফতাব উদ্দিন আহমেদ, একে মোশাররফ হোসেন, ফরিদপুরের শামশুর রহমান, খুলনার রফিকুল ইসলাম, শফিকুর রহমান, আব্দুল জলিল। [*]
মন্ত্রীসভায় কাইউম মুসলিম লীগ
মন্ত্রীসভায় কাইউম মুসলিম লীগের প্রতিনিধি দেয়ার লবিং চলছে সম্ভাব্য যারা আছে তারা হল সাবেক মন্ত্রি কাজি কাদের। কনভেনশন মুসলিম লীগের বহিষ্কৃত নেতা শামশুল হুদা কাইউম লীগের কোটায় মন্ত্রী হওয়ার চেষ্টায় আছেন। [*]
খান আব্দুস সবুর
পাকিস্তান কাইউম মুসলিম লীগের সাধারন সম্পাদক খান আব্দুস সবুর পাকিস্তান ইয়ুথ কালচারাল এসোসিয়েশন আয়োজিত একটি যুব সমাবেশে বলেন প্রদেশের তরুনদের দেশের জন্য নিবেদিত হতে হবে। ভারতীয় দুশমনরা এই প্রদেশের তরুন সমাজ কে বিষাক্ত করে তুলছে। তরুন সমাজের উচিত পাকিস্তান প্রতিষ্ঠার আদর্শ ও নীতিকে ধারন করে শয়তানের বলয় থেকে বের করে আনা। তিনি দেশের সার্বভৌমত্ব এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে রক্ষার জন্য তরুন সমাজের প্রতি আহবান জানান। [*]
আখতার উদ্দিন
ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে তেজগাঁও ও রমনা থানা কনভেনশন মুসলিম লীগের যৌথ অভ্যর্থনায় প্রাদেশিক বাণিজ্য ও শিল্পমন্ত্রী আখতার উদ্দিন বলেছেন পাকিস্তানের সংহতি সার্ব ভৌমত্ব রক্ষায় জনগনকে এক ব্যক্তির মত ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন এ অঞ্চলের মুসলমানেরা হিন্দুদের দ্বারা নিষ্ঠুর ভাবে শোষিত হয়েছে। হিন্দুদের সাথে বসবাস একেবারেই অসম্ভব জেনেই এ এলাকার মুসলমানরা কায়েদে আজমের নেতৃত্ব এ পৃথক রাষ্ট্র পাকিস্তান প্রতিষ্ঠা করে। এর পর মুসলমানেরা অগ্রগতি অর্জন করতে থাকে। তাই আমাদের এখনকার করনীয় হচ্ছে শেষ রক্তবিন্দু দিয়ে পাকিস্তান রক্ষা করা। তিনি বলেন আল্লাহ না করুক পাকিস্তান যদি ভেঙ্গে যায় তবে মুসলমানেরা তাদের আলাদা বৈশিষ্ট্য হারিয়ে ফেলবে এবং হিন্দু দাসত্ব এর শৃঙ্খলে আবদ্ধ হবে। পরে মন্ত্রী তেজগাঁও রহমতে মিশন এতিমাখানায় গমন করেন এবং এতিমাখানায় ছাত্র শিক্ষক কর্মচারীদের উদ্দেশে ভাষণ দেন। [*]
নেজামে ইসলামীর কেন্দ্রীয় কমিটির বৈঠক
মওলানা সিদ্দিক আহমেদ এর সভাপতিত্তে নেজামে ইসলামীর কেন্দ্রীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দলের একমাত্র মন্ত্রী মওলানা ইসহাকের উপর বোমা হামলার নিন্দা করা হয়। আরও অনেক সিদ্ধান্তের মধ্যে তারা আসন্ন উপনির্বাচনে অংশ গ্রহনের সিদ্ধান্ত গ্রহণ করে। সভায় তার দলের ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য সরকারের প্রতি আহবান জানানো হয়। সভায় হিন্দুদের পরিতেক্ত সম্পত্তি রাজাকারদের মধ্যে বণ্টনের দাবী জানানো হয়। [*]
সুত্রঃ
[*] পাকিস্তানের সকল দৈনিক পত্রিকা ২৬ সেপ্টেম্বর ১৯৭১।
[***] দৈনিক সংগ্রাম ২৬ সেপ্টেম্বর ১৯৭১।

Prepared by Salah Uddin