1971.09.24 | ২৪ সেপ্টেম্বর ১৯৭১ | আজকের এদিনে (with references)
২৪ সেপ্টেম্বর ১৯৭১ আজকের এদিনে
বাংলাদেশের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদ একটি পত্রিকার সাথে সাক্ষাৎকারে বলেছেন আমরা স্বীকৃতি চাইনা স্বীকৃতি ছাড়াই বাংলাদেশ পাক হানাদার বাহিনীকে পরাজিত করে স্ব প্রতিষ্ঠিত এবং সু প্রতিষ্ঠিত হবে। তিনি বলেন ১৯১৭ সালে সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠা লাভের পর দীর্ঘদিন স্বীকৃতি লাভ করেনি। ১৯৪৯ সালে চীন প্রতিষ্ঠা লাভ করলেও দীর্ঘদিন স্বীকৃতি পায়নি। তিনি বলেন যুদ্ধ যত দীর্ঘতর হবে ততই মীর জাফরের সংখ্যা কমে আসবে। মুক্তিবাহিনীর হাতে ইয়াহিয়ার পা চাটা কুকুরগুলো ততই খতম হবে। তিনি বলেন স্বাধীন বাংলাদেশ ভারত যুগোস্লোভিয়ার মত জোট নিরপেক্ষ রাষ্ট্র হবে। তিনি বলেন ভারত রুশ চুক্তি কোনভাবেই সামরিক চুক্তি নয়। ফলে এ চুক্তির ফলে ভারত জোটনিরপেক্ষ নীতি থেকে বিচ্যুত হয়েছে বলা যায়না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন যুদ্ধকালে দেশে দুর্ভিক্ষ হতেই পারে। [*]
পাকিস্তানে আটক বাংলাদেশের প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানের ভ্রাতা শেখ নাসের ভারতের সাবেক মন্ত্রী ও বাংলাদেশ সহায়ক সমিতি আহ্বায়ক ত্রিগুণা সেনের মাধ্যমে ভারতকে একটি প্রস্তাব দিয়েছে। তাতে তিনি বলেছেন চার মাসের খাদ্য এর বেবস্থা করে দিলে তারা দেশের মুক্তাঞ্চলে ১৫০০০ শরণার্থী ফিরিয়ে নিতে ইচ্ছুক। তিনি আশা করেন চার মাসের মধ্যে বাংলাদেশ সরকার তাদের প্রথম শস্য তুলতে পারবেন। তিনি বলেন ১৯৪৭ সালে যারা দেশ ত্যাগ করেছিলেন তাদের আমরা দুহাত প্রসারিত করে আমন্ত্রণ জানাবো। তিনি বলেন সম্প্রতি মুক্তিযোদ্ধারা চালনায় ১২০০০ টনের একটি জাহাজ ডুবিয়ে দিয়েছে এবং এর আগে ১৮ টি জাহাজ ক্ষতিগ্রস্ত করেছে। তিনি বলেন আগামী ৩ সপ্তাহের মধ্যে বাংলাদেশ বিমানবাহিনী আত্মপ্রকাশ করবে। [*]
সর্ব ভারতীয় ছাত্র শিক্ষক সম্মেলনে আওয়ামী লীগ নেতা শাহ মোয়াজ্জেম হোসেন কলকাতায় বলেছেন বাংলাদেশ থেকে পাকিস্তান সেনাবাহিনী প্রত্যাহারের মাধ্যমেই বাংলাদেশ সমস্যার সমাধান নিহিত আছে। তিনি বলেন ইয়াহিয়া খান একটি নিকৃষ্ট পশু। তিনি বলেন এ নিকৃষ্ট পশুর বিরুদ্ধে এখনও বিশ্ব বিবেক জাগ্রত হয়নি। এ সম্মেলনে বাংলাদেশের আরও দুজন নেতা আমন্ত্রিত হয়ে এসেছেন এদের একজন ন্যাপ নেতা আলতাফ হোসেন এবং অপরজন ন্যাপ নেত্রী মতিয়া চৌধুরী। [জয়বাংলা ২৪ সেপ্টেম্বর ১৯৭১]
বিভিন্ন স্থানে মুক্তিবাহিনীর হামলা
সেক্টর ২ঃ পাকবাহিনীর একটি শক্তিশালী দল কয়েকটি নৌকায় মুক্তিবাহিনীকে আক্রমণ করার জন্য নবীনগরের দিকে অগ্রসর হয়। পাকসেনাদের নৌকাগুলো বিদ্যাকুট গ্রামের নিকট পৌঁছালে মুক্তিযোদ্ধারা তাদেরকে অতকির্তে আক্রমণ করে।
সেক্টর ৩/৪ঃ সিলেটে মুক্তিযোদ্ধারা সিন্দুরখান-কালেঙ্গা রাস্তার উপর ছোট ছোট পাহাড়ের উপর এ্যামবুশ লাগিয়ে পাকসেনাদের অপেক্ষায় ওঁৎ পাতে। পাকবাহিনীর একটি বড় দল ২০/২৫ জন রাজাকারকে সামনে দিয়ে কালেঙ্গার দিকে অগ্রসর হয়। রাজাকার দল এ্যামবুশের আওতায় এলে মুক্তিযোদ্ধারা নিরব থাকে। কিছুক্ষণ পর পাকসেনারা এলে মুক্তিযোদ্ধারা তাদের ওপর প্রচন্ড আক্রমণ চালায়। এই যুদ্ধে পাকসেনাদের বেশ কয়েকজন হতাহত হয়। অপরদিকে বীর মুক্তিযোদ্ধা নায়েক আবদুল মান্নান শহীদ হন। (তার নামে সেনানিবাসের একটি অংশের নামকরণ করা হয়েছিল। এখন উন্নয়ন করায় এলাকার নাম হয়েছে ক্যান্টনমেন্ট বোট ক্লাব/ ইসিবি।)
৩নং সেক্টরঃ মুক্তিযোদ্ধারা ক্যাপ্টেন ভুঁইয়ার নেতৃত্বে লেঃ হেলাল মুর্শেদের কোম্পানীর সাহায্য নিয়ে ধর্মঘর নামক স্থানে পাকিস্তানি সেনাদের ওপর আক্রমণ চালায়। এতে পাকবাহিনীর একজন জুনিয়র কমিশন্ড অফিসারসহ ১০ জন সৈন্য/রাজাকার/এপকাফ নিহত হয়। মুক্তিবাহিনীর পক্ষে কোন হতাহত হয়নি।
৩নং সেক্টরঃ ৬০ জন মুক্তিযোদ্ধার একটি দল আখাউরার খড়মপুরে পাকবাহিনীর একটি দলকে আক্রমণ করে। পাকসেনারা মর্টার, এমজি ও এলএমজি-র সাহায্যে পাল্টা আক্রমণ চালালে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে পাকবাহিনীর কয়েকজন হতাহত হয়।
পূর্ব পাকিস্তানে দুর্গোৎসব করার মত কোন লোক পাওয়া যাচ্ছে না। পাকিস্তান সেনাবাহিনীকে দিয়ে হন্য হয়ে এমন কাউকে পাওয়া যায়নি যে এ উৎসব পালন করিয়ে প্রদেশের অবস্থার উন্নতি দেখানো যায়।[স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র ১০ম খণ্ড]
এমপিএ নিহত
মুক্তিযোদ্ধাদের হাতে ময়মনসিংহ এর আইউব আমলের প্রাদেশিক এমপিএ বর্তমানে কাউন্সিল মুসলিম লীগ নেতা নুরুল হুদা নিজ বাস ভবনে নিহত হন। [**]
এস এস লাইটেনিং ক্ষতিগ্রস্ত
পাকিস্তান সরকার এক প্রেসনোট এ জানিয়েছে বিদ্রোহীদের হামলায় কিছুদিন আগে চালনায় এস এস লাইটেনিং নামে এক মার্কিন জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। জাহাজটি পূর্ব পাকিস্তানের জন্য মার্কিন খাদ্য নিয়ে এসেছিল। বিবিসির খবরে বলা হয়, পূর্ব পাকিস্তানের একজন সরকারি মুখপাত্র বলেছেন, গঙ্গা বদ্বীপের চালনায় একটি মার্কিন জাহাজ মাইন বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়। জাহাজটি পূর্ব পাকিস্তানে খাদ্যসামগ্রী নিয়ে এসেছিল। [**]
ঢাকায় সফল নিষ্প্রদীপ মহড়া সম্পন্ন হয়েছে।
মার্কিন কন্সাল জেনারেল স্পিভাক শিক্ষামন্ত্রী আব্বাস আলী খানের সাথে সাক্ষাৎ করেছেন।
দুপুরে হাটখোলা হাবিব ব্যাঙ্কে ডাকাতি হয়েছে। ডাকাতরা ৩৮০০০ টাকা নিয়ে যায়। ডাকাতি সম্পন্ন করতে ডাকাতরা মাত্র ৫ মিনিট সময় নেয়। শুক্রবার থাকায় ১২ টার পর ব্যাঙ্কের লেনদেন বন্ধ হয় কিন্তু দাপ্তরিক কাজ চলছিল। এ সময় ৭-৮ জন একটি গাড়ীতে করে এসে ডাকাতি সংগঠন করে। ডাকাতদের হাতে স্টেনগান ও অন্যান্য অস্র ছিল। [**]
পূর্ব পাকিস্তানে নির্বাচনের জন্য পিপিপির কমিটি গঠন
কোয়েটায় ভূট্টো এর সভাপতিত্তে পিপিপি এর এক সভায় পূর্ব পাকিস্তানে উপনির্বাচনের কার্যক্রমের জন্য দলের ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। তারা অনতিবিলম্বে পূর্ব পাকিস্তান সফর করবেন। সদস্যরা হলেন কাওসার নিয়াজি, মিয়া মাহমুদ আলি কাসুরি, মুবাসশির হাসান, মিরাজ খালিদ, মিরাজ মোহাম্মদ খান, হাফিজ কারদার, মালিক মোহাম্মদ আখতার, তারিক আজিজ, কামাল আফরোজ পরে দলের সাধারন সম্পাদক জালাল রহিমকে দলনেতার দায়িত্ব প্রদান করা হয়। [**]
মুফতি মাহমুদ
জমিয়ত হাজারভি গ্রুপের সাধারন সম্পাদক মুফতি মাহমুদ বলেন পূর্ব পাকিস্তানের বর্তমান মন্ত্রীসভায় অযোগ্যরা স্থান পেয়েছে। তিনি বলেন পূর্ব পাকিস্তানে স্বাভাবিক অবস্থা না থাকা সত্ত্বেও সেখানে বেসামরিক সরকার গঠন সম্ভব হলে পশ্চিমে স্বাভাবিক অবস্থা থাকা সত্ত্বেও কেন বেসরকারি সরকার সম্ভব নয়। জনগন প্রত্যাখ্যাত ব্যাক্তিদের মন্ত্রীসভায় স্থান দেয়াতে তিনি সরকারের নিন্দা জানান। [**]
নবনিযুক্ত মন্ত্রীদের সংবর্ধনা
তেজগাঁও পলিটেকনিক হাই স্কুল প্রাঙ্গনে তেজগাও থানা শান্তি কমিটি নবনিযুক্ত মন্ত্রীদের সংবর্ধনা দিয়েছে। মন্ত্রীসভা গঠনের পর এটিই সবচে বড় সংবর্ধনা। এতে প্রায় সকল মন্ত্রীকে আমন্ত্রন জানানো হলেও এতে ৫ মন্ত্রী উপস্থিত ছিলেন। এরা হলেন শিক্ষা মন্ত্রী আব্বাস আলী খান, শিল্প আইন ও বাণিজ্য মন্ত্রী আখতার উদ্দিন, পূর্ত ও রাজস্ব মন্ত্রী একেএম ইউসুফ, স্বায়ত্তশাসন মন্ত্রী মওলানা মোঃ ইসহাক এবং বন মন্ত্রী অংশু প্রু চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় জামাত ভাইস প্রেসিডেন্ট মওলানা আব্দুর রহিম। অন্যান্য যারা উপস্থিত ছিলেন তারা হলেন জামাত প্রাদেশিক আমির গোলাম আজম, প্রাদেশিক সাধারন সম্পাদক আব্দুল খালেক, জামাত নেতা মওলানা মাসুম, নেজাম সাধারন সম্পাদক মওলানা আশরাফ আলী, সাবেক প্রাদেশিক মন্ত্রী ফকির আব্দুল মান্নান। সভায় মানপত্র পাঠ করেন থানা শান্তি কমিটি চেয়ারম্যান মাহবুবুল আলম গোরা। মানপত্রের জবাবে শিক্ষামন্ত্রী আব্বাস আলী খান বলেন পাকিস্তান ইসলামী আদর্শের উপর প্রতিষ্ঠিত এবং বিগত ২৪ বছরে আমরা সে আদর্শ থেকে উল্টো পথে অনেক পিছলে চলে গিয়েছি। আর এ কারনেই আমরা চরম ধ্বংসের মুখোমুখি এসে দাঁড়িয়েছিলাম। তিনি বলেন ইসলামী জাতীয়তাবাদের ভিত্তি হল কলেমা তায়িবা কোন ভাষা বা আঞ্চলিকতার উপর নয়। তিনি দুঃখ করে বলেন আমরা পাকিস্তান সৃষ্টির ইতিহাস ভুলে গিয়ে ভাষা ভিত্তিক জাতীয়তাবাদের শ্লোগান তুলেছিলাম। আর এ কারনেই পাকিস্তান ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল। আল্লার খাস রহমতে পাকিস্তান ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছে। তিনি প্রশ্ন করেন বাঙ্গালী জাতীয়তাবাদের আন্দোলন করে কি লাভ হয়েছে। আমরা অতীতের ভুল স্বীকার করে অনুতপ্ত হলে আল্লাহর ক্ষমা করে দিবেন। [**]
গোলাম আজমের জামায়াতে ইসলামীর মজলিশে শুরার বৈঠক আহ্বান
গোলাম আজম ২ অক্টোবর জামায়াতের নাখালপাড়ার প্রাদেশিক কার্যালয়ে পূর্ব পাকিস্তান জামায়াতে ইসলামীর মজলিশে শুরার বৈঠক আহ্বান করেন। মজলিশে শুরার সদস্য ছাড়াও সকল জেলা প্রধান গন এই সভায় অংশ নিবে। অধিবেশনে যোগদানের আগে জেলা প্রধান গন তাদের এলাকায় সভা করে দেশের বর্তমান পরিস্থিতি, উপনির্বাচন এবং পার্টি-কর্মীদের করণীয় নিয়ে আলোচনা করবেন বলে সিদ্ধান্ত গৃহীত হয়। [***]
প্রকাশিত সংবাদ প্রসঙ্গে নূরুল আমিনের প্রতিবাদ
করাচী থেকে ঢাকা ফিরে পিডিপির সভাপতি নূরুল আমিন এক বিবৃতিতে বলেছেন শাসনতন্ত্র বিষয়ে আগামী ২৮ সেপ্টেম্বর প্রেসিডেন্ট ইয়াহিয়া খান জাতির উদ্দেশে বেতার ভাষণ দিতে পারেন। শাসনতন্ত্রে তার দলের প্রস্তাব বিষয়ে তিনি আলাদা কিছু না বলে প্রেসিডেন্ট এর কাছে তার দলের মেনিফেস্টো দাখিল করেছেন। তিনি বলেন ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের গৃহীত ব্যাবস্থাদি নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন। তিনি পূর্ব পাকিস্তানের সমস্যা সমাধানে ইরানের প্রস্তাবিত বৃহৎ চার শক্তির মধ্যস্ততা সমর্থন করেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।
তিনি বলেন প্রেসিডেন্ট তার ইরান সফর শেষে পূর্ব পাকিস্তান সফর করতে পারেন। প্রেসিডেন্ট এর ক্ষমতা হস্তান্তরের গৃহীত বেবস্থায় তিনি সন্তোষ প্রকাশ করে বলেন উপনির্বাচন হয়ে গেলে এ ব্যাপারে তিনি কোন প্রতিবন্ধকতা দেখছেন না। তিনি বলেন তার দল উপনির্বাচনে অংশ নিবে। তিনি বলেন রাজনৈতিক তৎপরতার উপর থেকে নিষেধাজ্ঞা আগামী মাসে প্রত্যাহার করা হতে পারে।
তিনি বেআইনী আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমানকে মুক্তি দেয়া হলে পূর্ব পাকিস্তানে সেনাবাহিনীর কার্যক্রমের যৌক্তিকতাকেই নস্যাৎ করা হবে বলে যে সংবাদ উর্দু দৈনিক হুররিয়াত এ প্রকাশ হয়েছে তা তিনি অস্বীকার করেছেন। তিনি আরও বলেন প্রেসিডেন্ট এর সাথে তার যতবার বৈঠক হয়েছে তার একটিতেও তিনি এ বিষয়ে তার সাথে আলোচনা করেননি এবং এ বিষয়ে তিনি কোন সাংবাদিকের প্রশ্নেরও সম্মুখীন হননি এমনকি শেখ মুজিবের মুক্তির ব্যাপারেও প্রেসিডেন্ট এর সাথে কথা বলেননি। তিনি বলেন পশ্চিম পাকিস্তানের অন্যান্য পত্রিকা সমুহে বরাবরই তার সংবাদ সমুহ সঠিক ভাবে এসেছে।[**]
জাতিসংঘ মসজিদে জুমার নামাজের আলোচনায় এটি সাদী
পাকিস্তানের জাতিসংঘ প্রতিনিধিদলের সদস্য ও পাকিস্তান দরদী সংঘ প্রধান এটি সাদী জাতিসংঘ মসজিদে জুমার নামাজের আলোচনায় বলেন বাংলাদেশ আন্দলন একটি ইসলাম বিরোধী ষড়যন্ত্র। তিনি মুসল্লিদের কি পরিস্থিতিতে পূর্ব পাকিস্তানে সেনা হস্তক্ষেপ হয় তার ইশদ ব্যাখ্যা দেন। তিনি বলেন পূর্ব পাকিস্তানের ধর্মীয় নেতারা ভারত সীমান্তে মুক্তিবাহিনীর শিকারে পরিনত হচ্ছে। তিনি এ প্রসঙ্গে মওলানা মাদানির হত্যাকাণ্ডের উদাহরন দেন। তিনি বলেন দেশের উভয় অংশের জনগন নিষ্ঠাবান মুসলমান তারা যে কোন হামলার হাত থেকে মাতৃভূমিকে রক্ষা করবে। [**]
মাহমুদ আলী
জাতিসংঘে সাধারন পরিষদে যোগ দেয়া পাকিস্তান প্রতিনিধিদল প্রধান মাহমুদ আলী সাধারন পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় এবং পূর্ব পাকিস্তানের সমস্যা পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা বলে বিবৃতি দেয়ায় ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আদম মালিকের সাথে সাক্ষাৎ করে তার প্রতি অভিনন্দন জানিয়েছেন। পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করার বিষয়ে আদম মালকের কড়া বিবৃতির জন্য তিনি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেছেন তিনি মালিককে বলেছেন পূর্ব পাকিস্তানের পরিস্থিতি শরণার্থী ফিরে আসার জন্য অনুকুল এবং তার দেশের সরকার তাদের বাড়িঘরে তারা ফিরে আসুক সেটাই চায়। তিনি বলেন এ জন্য সরকার তাদের সুযোগ সুবিধা দিতেও প্রস্তুত। তিনি বলেন ভারতও যাতে এমনটি করে সে জন্য দেশটির উপর প্রভাব বিস্তারের জন্য মালিকের প্রতি আহবান জানান। তিনি বলেন জাতিসংঘ মহাসচিব পূর্ব পাকিস্তান ভারত সীমান্তে যে পর্যবেক্ষক নিয়োগের প্রস্তাব দিয়েছিলেন তা বাস্তবায়নে পাকিস্তান প্রস্তুত আছে।[**]
এএসএম সোলায়মান
শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রী এএসএম সোলায়মান নারিন্দায় একটি ফুরকানিয়া মাদ্রাসা উদ্বোধন করেছেন। সেখানে এক ভাষণে তিনি তরুণদের ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়ার আহবান জানান। তিনি বলেন সরকার ইসলাম ভিত্তিক প্রতিষ্ঠানে আর্থিক মঞ্জুরি বৃদ্ধি ও অন্যান্য সুযোগ দিয়ে প্রদেশে ইসলামী শিক্ষা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছেন। [**]
ভারতের তৎপরতা
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সরন সিং নিউইয়র্কে জাতিসংঘের মহাসচিব উ থান্টের সঙ্গে দেখা করে বলেন, বাংলাদেশ সমস্যার রাজনৈতিক সমাধানে ভারতের পক্ষে একা কিছু করা সম্ভব নয়। অন্য রাষ্ট্রেরও এ ব্যাপারে ভূমিকা রাখা উচিত। তিনি অভিযোগ করে বলেন, পাকিস্তান ইচ্ছাকৃতভাবে পুরো বিষয় ঘোলাটে করে তুলছে। ভারতের বিরুদ্ধে দোষারোপ করে তারা বিশ্বের দৃষ্টি অন্যত্র সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। তাদের আচরণই প্রমাণ করে বাংলাদেশ সমস্যার সমাধানের ইচ্ছা তার নেই।[*]
ভারত সরকারের ত্রান মন্ত্রনালয়ের যুগ্ন সচিব পি মুখোপাধ্যায় বলেছেন কলেরায় এ পর্যন্ত ৬১১০ জন শরণার্থী মারা গিয়েছে। পশ্চিমবঙ্গে এ সংখ্যা ৫৮৩৭ জন। পশ্চিমবঙ্গে কলেরা নিয়ন্ত্রন এলেও মেঘালয়ে নতুন করে কলেরা দেখা দিয়েছে। কলেরার বাহিরের রোগে মারা গিয়েছে ৭০৪ জন।[*]
কলকাতার সল্ট লেক শরণার্থী শিবিরে বাম সংগঠন কর্মীদের সাথে শরণার্থীদের সংঘর্ষে ১২ জন আহত হয়েছে। আহতদের ২ জন মহিলা। শরণার্থীদের অভিযোগ সিপিআই কর্মীদের জন্য তারা ত্রান/রেশন পাননি। সিপিআই কর্মীরা শিবিরে সরকার নিযুক্ত স্বেচ্ছাসেবক। ঘটনার পর পুলিশ একটি লরি আটক করে এবং তল্লাশি করে ৫ টি বোমা পায়। পুলিশ ঘটনাস্থল থেকে ৩ সি পি আই কর্মীকে গ্রেফতার করেছে।[*]
সুত্রঃ
[*] পূর্ব পাকিস্তান থেকে প্রকাশিত সকল দৈনিক পত্রিকা ২৫ সেপ্টেম্বর ১৯৭১।
[**] যুগান্তর/কালান্তর ২৫ সেপ্টেম্বর ১৯৭১।
Prepared by Salah Uddin