You dont have javascript enabled! Please enable it! 1971.09.04 | ৪ সেপ্টেম্বর ১৯৭১ | আজকের এদিনে (with references) - সংগ্রামের নোটবুক

1971.09.04 | ৪ সেপ্টেম্বর ১৯৭১ | আজকের এদিনে (with references)

৪ সেপ্টেম্বর ১৯৭১ আজকের এদিনে
প্রবাসী বাংলাদেশ সরকার
কলকাতার বাংলাদেশ মিশনের প্রধান এম হোসেন আলী কবি কাজী নজরুল ইসলামের মাসিক ভাতা বকেয়াসহ কবি-পরিবারের কাছে পৌঁছে দেন। পাকিস্তান সরকার মার্চ মাস থেকে এ ভাতা বন্ধ করে দিয়েছিল আগস্ট মাস থেকে পাকিস্তান আবার ভাতা চালু করার সিদ্ধান্ত নিলে কবি পরিবার তা প্রত্যাখ্যান করেন। [যুগান্তর/কালান্তর ৫ সেপ্টেম্বর ১৯৭১]
প্রদেশের খবর
গভর্নর হাউজে নতুন গভর্নর প্রথম দিনের অফিস করেছেন। প্রদেশের প্রায় সকল নেতা পশ্চিম পাকিস্তানে অবস্থান করায় গভর্নর হাউজ অনেকটাই নীরব। প্রদেশের মন্ত্রী নিয়োগে গভর্নরের কোন ভুমিকা নেই তাই মন্ত্রী হওয়ার জন্য রাওয়ালপিন্ডিতেই নেতারা দৌড় ঝাপ করছে। ইসলাম পন্থী ৬ দল থেকেই আনুপাতিক হারে মন্ত্রীত্ব দেয়া হবে তবে পিডিপিকে বেশী মন্ত্রীত্ব দেয়া হতে পারে। নিষিদ্ধ আওয়ামী লীগ থেকে মন্ত্রীত্ব দেয়ার জন্য সামরিক বাহিনী জোর প্রচেষ্টা চালাচ্ছে।[*]
পাবনা এবং রাজশাহীর বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে গত দুদিনের বৃষ্টিতে শহরের অনেক এলাকাতে আবার পানি উঠেছে। বন্যায় ১৯ টি সরকের ব্যাপক ক্ষতি হয়েছে। সড়ক গুলির মধ্যে ঢাকা আরিচা, ঢাকা নরসিংদী, পাবনা নগরবাড়ী, নাটোর মুলাদি, চাপাইনবাবগঞ্জ কানসাট, পাবনা ঈশ্বরদী, পাবনা মুলাদি, ফরিদপুরের সকল রাস্তা। [*]
কুমিল্লার বুড়িচং এর রাজাপুরে একটি ব্রিজ ধ্বংস করার প্রাক্কালে রাজাকার মুজাহিদ সমন্বয়ে গঠিত বাহিনী ৬ জন ভারতীয় চরকে হত্যা করেছে আটক করেছে ২ জনকে।[*]
পাকিস্তান সরকার
প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ১ মার্চ থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত যারা অপরাধ করেছেন তাদের বেশীরভাগ আসামীকে সাধারন ক্ষমা করেছেন। এ ক্ষমা সামরিক আধা সামরিক বাহিনী পুলিশ এবং আনসারের জন্যও প্রযোজ্য হবে। যারা দেশের বাইরে চলে গেছেন তাদেরও এ সুযোগ দেয়া হবে কিন্তু পরিষদ সদস্যরা মামলা মোকাবেলা করে নির্দোষ হওয়ার সুযোগ পাবেন। [*]
পূর্ব পাকিস্তানের সাবেক গভর্নর টিক্কা খানকে কোর কমান্ডার পদে পদায়ন করা হয়েছে। [*]
পাকিস্তান সরকার জানিয়েছে এখন ভারতে শরণার্থী যাওয়ার সুযোগ নেই। [*]
এলএফও সংশোধন করা হয়েছে। এর ফলে এখন শুন্য আসনে নির্বাচন করার শেষ সময় ৪ মাস। এর আগে এ সময় সীমা ছিল ২১ দিন। [*]
পাকিস্তানের পররাষ্ট্র সচিব সুলতান মোহাম্মদ খান কয়েকদিনের সফরে মস্কো পৌঁছেছেন। সফরে সুলতান মোহাম্মদ খান সোভিয়েত নেতাদের সঙ্গে পাকিস্তান পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। [*]
লাহোরে ২য় বেতন বোর্ডের সভাপতি বিচারপতি এসএম সুফির সভাপতিত্ব এ ২য় বেতন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভা সাতদিন ধরে চলবে। এদিকে জাতীয় পত্রিকায় বলা হয়েছে বেতন বোর্ডের সদস্য কেজি মোস্তফা এবং আবু তুরবা ভারতে পলায়ন করেছেন। [*]
পূর্ব পাকিস্তানে বন্যা দুর্গতদের সাহায্য তহবিলে পিপিপি প্রেসিডেন্ট জুলফিকার আলী ভূট্টো প্রেসিডেন্ট এর ত্রান তহবিলে ৪০০০ টাকা দান করেছেন। [*]
ব্রিটেনে পাকিস্তান দুতাবাসে কর্মরতদের পাসপোর্ট কেড়ে নেয়া হচ্ছে।
দালাল তৎপরতা
জামাত প্রাদেশিক প্রধান গোলাম আজম পশ্চিম পাকিস্তান সফরকালে সেখানকার দৈনিক জিন্দেগীর সাথে এক সাক্ষাৎকারে বলেছেন ২৫ মার্চের সামরিক পদক্ষেপ ছিল যথার্থ। তিনি বলেন তার কাছে কিছু প্রশ্ন আছে যেমন ৬৯ এর ১৭ সেপ্টেম্বর আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ বিচ্ছিন্নতাবাদী স্লোগান দিয়েছিল। এ কারনে সামরিক আইনে তাদের বিরুদ্ধে মামলাও হয়েছিল। আদালত তাদের প্রতি সমন জারী করেছিল। তারা এক বিবৃতিতে আদালতে হাজিরের অস্বীকৃতি জানিয়েছিল। শেখ মুজিব পরে ইয়াহিয়ার কাছে তাদের ক্ষমা করে দেয়ার জন্য পত্র দিয়েছিলেন। পরে সরকার তাদের ক্ষমা করে দেয়া হয়েছিল। ছাত্ররা পরে এক জনসভায় বলেছিল তারা ক্ষমা চাননি। তিনি প্রশ্ন করেন জাতীয় নিরাপত্তার প্রতি হুমকির ঘটনায় এদের ক্ষমা করা কি উচিত ছিল। তিনি বলেন আওয়ামী লীগের ৮৮ পরিষদ সদস্যদের সদস্যপদ বহাল সঠিক হয়নি এ সংখ্যা ২০ থেকে ২২ জন হতে পারতো। তিনি বলেন বাকী সদস্যরা এখনও বিদ্রোহী এবং তারা ভারতেই অবস্থান করছেন। তিনি বলেন দুজনের উদাহরণ দিচ্ছি মালেক উকিল এবং ক্যাপ্টেন সুজাত আলীর। এরা এখনও ভারতে আছেন এবং দুষ্কৃতিকারীদের প্রশিক্ষণের সাথে জড়িত আছেন। তিনি বলেন এদের সদস্যপদ বহাল তাদের বিচ্ছিন্নতাবাদে আরও উৎসাহ জোগাবে।[সংগ্রাম পত্রিকায় পুনঃপ্রকাশ][*]
নেজামে ইসলামী সভাপতি মওলানা সিদ্দিক আহমেদ এবং সাধারন সম্পাদক মওলানা আশরাফ আলী যথাযথ মর্যাদায় প্রতিরক্ষা দিবস পালনের আহবান জানিয়েছেন। তারা বলেন আমাদের জাতীয় জীবনে প্রতিরক্ষা দিবসের বিরাট গুরুত্ব রয়েছে। এ দিবস ঘোষণা করে পাকিস্তানের আঞ্চলিক অখণ্ডতা এবং সং হতির উপর যে কোন হামলা ব্যর্থ করে দেয়ার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ। তারা বলেন ভারত আমাদের যে ভুমি গ্রাস করার পরিকল্পনা নিয়েছিল প্রতিরক্ষা দিবস আমাদের সে কথা স্মরণ করে দেয়। তারা পাকিস্তানের অস্তিত্ব এর বিরুদ্ধে ভারতের ষড়যন্ত্র সম্পর্কে জনগন ও দলীয় কর্মীদের সতর্ক করে দেন। [*]
আন্তজার্তিক

মার্কিন মুখপাত্র ওয়াশিংটনে বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র পূর্ব পাকিস্তানে খাদ্য সাহায্য দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন আন্তজার্তিক উন্নয়ন সংস্থার পূর্ব পাকিস্তান প্রধান মরিস উইলিয়ামস বলেছেন পূর্ব পাকিস্তানের বিভিন্ন অঞ্চল সফর করে তার ধারনা জন্মেছে সেখানে দুর্ভিক্ষ আসন্ন। যুক্তরাষ্ট্র এর মধ্যে সাড়ে তিন কোটি টাকার খাদ্য সাহায্য দেতার প্রতিশ্রুতি দিয়েছিল এখন তারা তা বাদে আরও চার কোটি টাকার খাদ্য দিবে। পাকিস্তান সরকার বলেছে তারা পূর্ব পাকিস্তানের জন্য গত মাসে ১ লাখ ৬০ হাজার টন খাদ্যশস্য আমদানি করেছে। পশ্চিম পাকিস্তান থেকে প্রেরিত খাদ্যও এ হিসেবে গণ্য করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র পূর্ব পাকিস্তানী শিশুদের জন্য এক জাহাজ উচ্চ প্রোটিন যুক্ত বিস্কুট প্রেরন করেছে। জাহাজটি আজ চট্টগ্রাম বন্দরে নোঙ্গর করেছে। [*]
১৪ দেশের দুতাবাসের ১৬ জন সামরিক কর্মকর্তারা আজ শরণার্থী শিবির পরিদর্শন করেছেন। ত্রান সচিব কর্নেল লুথরা তাদের সল্ট লেক শরণার্থী শিবির দেখিয়েছেন। দেশগুলি হল যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, ব্রিটেন, পশ্চিম জার্মানি, যুগোস্লোভিয়া, ইরাক, লেবানন, মিশর, ফিলিপাইন এবং ফ্রান্স। [যুগান্তর/কালান্তর ৫ সেপ্টেম্বর ১৯৭১]
[*] পূর্ব পাকিস্তান থেকে প্রকাশিত সকল দৈনিক পত্রিকা।

Prepared by Salah Uddin