1971.09.02 | ২ সেপ্টেম্বর ১৯৭১ | আজকের এদিনে (with references)
২ সেপ্টেম্বর ১৯৭১ আজকের এদিনে
প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ
বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ মুজিবনগরে সাংবাদিকদের বলেন, বাংলাদেশ স্বাধীন হলে ভারতে আশ্রয় নেওয়া সব শরণার্থীকে সসম্মানে নিজ নিজ বাসস্থানে পুনর্বাসন করা হবে। তিনি বলেন মন্ত্রীসভায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, শরণার্থীদের ফেলে আসা সব সম্পত্তি পাকিস্তানের সামরিক জান্তা ও তাদের দোসরেরা দখলে নিয়েছে। তাই শত্রুসেনার কবলমুক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই শরণার্থীরা তাঁদের ন্যায্য মালিকানা ফিরে পাবেন। [যুগান্তর ৩ সেপ্টেম্বর ১৯৭১]
খন্দকার মুস্তাক আহমেদ
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী খন্দকার মুস্তাক আহমেদ বলেছেন টিক্কা খানের অপসারণ পাকিস্তানের প্রথম পরাজয়ের ইঙ্গিত। তিনি বলেন এ এম মালিক একজন বিশ্বাসঘাতক এবং কুইস্লিং ছাড়া কিছুই নন। তিনি বলেন টিক্কা খানকে সরিয়ে নেয়ার মাধ্যমে পিণ্ডি প্রমান করলো টিক্কা খান এবং তার সহযোগীরা বাংলাদেশের জনগনের উপর গণহত্যা ধর্ষণ লুণ্ঠন এবং ধ্বংসাত্মক কার্যক্রম চালিয়েছে। [যুগান্তর ৩ সেপ্টেম্বর ১৯৭১]
সংবাদপত্রের উপর প্রেস সেন্সরশীপ প্রত্যাহার
সরকার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে ৭৭ নং সামরিক বিধি সংশোধন করে ৮৯ নং বিধি জারী হওয়ায় ২৬ মার্চ আরোপিত প্রেস সেন্সরশিপ এই দিনে উঠিয়ে নেয়া হইয়েছে। তনে এ বিধিতে বর্ণিত রাজনৈতিক দলের বা সে দলের সদস্যদের সমালোচনা সংক্রান্ত ধারা উঠিয়ে নেয়া হয়েছে যে পর্যন্ত না তাহা শালীনতা এবং নিরপেক্ষতার গণ্ডী অতিক্রম করে। [ইত্তেফাক/পাকিস্তান ৩ সেপ্টেম্বর ১৯৭১]
কবি নজরুলকে আবার ভাতা দেয়া শুরু হয়েছে
পাকিস্তান সরকার বলেছে পাকিস্তান সরকার ভারতে অবস্থানরত কবি নজরুল ইসলামকে আবারো ভাতা দেয়া শুরু করেছে। মুখপাত্র বলেন দীর্ঘদিন কলকাতা মিশন বন্ধ থাকায় পাকিস্তান সরকার এ ভাতা দিতে পারেনি। বর্তমানে দিল্লিস্থ দুতাবাস থেকে এ ভাতা দেয়া শুরু হয়েছে। [ইত্তেফাক/পাকিস্তান ৩ সেপ্টেম্বর ১৯৭১]
শরণার্থী সংখ্যা
জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আগা শাহী জাতিসংঘ মহাসচিব উথান্ট সাথে সাক্ষাৎ করে ভারতে পূর্ব পাকিস্তানী শরণার্থী সংখ্যা নিরূপণের আহবান জানিয়েছেন। তিনি পাকিস্তান সরকারের জরীপের একটি সংক্ষিপ্ত সার মহাসচিবের কাছে হস্তান্তর করেছেন যার পরিমান ২০ লাখের সামান্য বেশী। [ইত্তেফাক/পাকিস্তান ৩ সেপ্টেম্বর ১৯৭১]
আগা হিলালী
যুক্তরাষ্ট্রে পাকিস্তানের রাষ্ট্রদূত আগা হিলালী এক মার্কিন টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন ভারত শরণার্থী সংখ্যা বেশী করে প্রচার করছে। তিনি বলেন ভারত শরণার্থী শিবিরে কলকাতার দুস্থ ও বেকার লোক জড়ো করেছে। তিনি ভারতের দাবী ৮০ লাখ খণ্ডন করে বলেন এ সংখ্যা ২০ লাখের সামান্য বেশী। আগা হিলালি ওয়াশিংটনে সাংবাদিক সম্মেলনে বলেছেন ভারত শরণার্থী সাহায্য বিদ্রোহীদের পিছনে খরচ করছে। তিনি বলেন পাকিস্তান ৬৫ সালের পর থেকে যুক্তরাষ্ট্র থেকে নতুন কোন অস্র পায়নি। তারা শুধু ৬৫ সালে সরবরাহ করা অস্রের খুচরা যন্ত্রাংশ পাচ্ছে। [ইত্তেফাক /পাকিস্তান ৩ সেপ্টেম্বর ১৯৭১]
৪৪ জন ইপিসিএস অফিসারকে তলব
পাকিস্তান বিরোধী তৎপরতার জন্য ৪৪ জন ইপিসিএস অফিসারকে সামরিক আদালতে তলব করা হয়। এদের ৩৩ জনকে নাখালপাড়া উপসামরিক আইন পরিচালকের দপ্তরে ৮ সেপ্টেম্বর বাকি ১১ জনকে ৯ সেপ্টেম্বর হাজির হইতে বলা হয়। ইপিসিএস অফিসাররা হলেন আলতাফ হোসেন খান, জীতেন্দ্র লাল চক্রবর্তী, আলতাফ হোসেন, একিউএম কামরুল হুদা, আব্দুল মতিন সরকার, হেলাল উদ্দিন খান, আব্দুল লতিফ, আব্দুল হালিম, জিয়াউদ্দিন আহমদ, ক্ষিতীশ চন্দ্র কুণ্ড, কাজী লুৎফর হক, মাখন চন্দ্র মাঝি, মোঃ মিজানুর রহমান, আব্দুল কাদের মুন্সী, দ্বিজেন্দ্রনাথ বেপারী, মানিকলাল সমাদ্দার, আফতাব উদ্দিন, কৃষানন্দ মোহন দাস, অমিয়াংশু সেন, মোঃ ইসহাক, মোঃ আব্দুল আলী, একেএম রুহুল আমীন, ইয়াকুব শরীফ, চিত্তরঞ্জন চাকমা, প্রিয়দা রঞ্জন দাস, জ্ঞান রঞ্জন সাহা, অমরেন্দ্র মজুমদার, গোলাম আকবর, বিবেকান্দ মজুমদার, দীপক কুমার সাহা, অনিলচন্দ্র সিংহ, সুবীর কুমার ভট্টাচার্য, আব্দুল লতিফ ভুঞা, এ,এইচএম, আব্দুল হাই, মোঃ আমানত উল্লাহ, রিয়াজুর রহমান, এ,এফ,এম, রমিজ উদ্দিন, জ্যোতি বিনোদ দাস, আজিজুর রহমান, বিভুতিভূষণ বিশ্বাস, জিতেন্দ্র লাল [অবজারভার/ইত্তেফাক/পাকিস্তান ৩ সেপ্টেম্বর ১৯৭১]
টিক্কা খান এর বিদায়
এদিন লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান পূর্ব-পাকিস্তান থেকে বিদায় নেন। তাকে বিদায় জানানোর জন্যে বিমান বন্দরে উপস্থিত ছিলেন বেসামরিক গভর্নর ডা. মালিক এবং লেফটেন্যান্ট জেনারেল নিয়াজী। বিমান বন্দরে পাঞ্জাব রেজিমেন্ট এর সুসজ্জিত একটি দল তাকে গার্ড অফ অনার প্রদান করেন। বিমানে করাচী পৌছার পর সেখানে কিছুক্ষন অবস্থানের পর তিনি রাওয়ালপিন্ডি রওয়ানা দেন। সেখানে তিনি ২ কোর কমান্ডারের দায়িত্ব পালন করবেন। [ইত্তেফাক/পাকিস্তান ৩ সেপ্টেম্বর ১৯৭১]
জামাতের অভিনন্দন
গভর্নর হিসেবে এ এম মালিকের নিয়োগে পূর্ব পাকিস্তান জামাতে ইসলামীর সভাপতি গোলাম আজম এবং সাধারন সম্পাদক আব্দুল খালেক এ এম মালিককে অভিনন্দন জানিয়েছে। [ইত্তেফাক/পাকিস্তান ৩ সেপ্টেম্বর ১৯৭১]
ভূট্টো
পিপিপি প্রধান জুলফিকার আলী ভূট্টো করাচীতে দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে বলেছেন নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা উচিত অথবা বর্তমান অর্থনৈতিক এবং রাজনৈতিক সংকট কাটিয়ে উঠার জন্য তাদেরকে সরকারের সাথে জড়িত করা উচিত। তিনি বলেন ২৫ মার্চ থেকে দল ্যে অবস্থানে ছিল তারা সেই অবস্থানে এখনও আছে বলে তিনি জানান। সে সময় তারা বলেছিল যত শীঘ্র সম্ভব জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা। তিনি বলেন এ লক্ষে এখনি পূর্ব পাকিস্তানের জনগনের সাথে মত বিনিময় শুরু করা জরুরী। তিনি বলেন তার দল মনে করে এতা না করা হলে সঙ্কট আরও ঘনীভূত হবে। তিনি বলেন এখন সেপ্টেম্বর মাস তারা মার্চ মাসে যা বলেছিল তা এখন প্রমানিত। তিনি বলেন তার দল মালিকের নিযুক্তিকে অভিনন্দন জানিয়েছে। তিনি বলেন মালিকের প্রতি শ্রদ্ধা রেখেই আমরা বলছি এ প্রক্রিয়া গনতন্ত্র প্রতিষ্ঠার পথে কোন পদক্ষেপ নয়। [ইত্তেফাক/পাকিস্তান ৩ সেপ্টেম্বর ১৯৭১]
১৪৫ জন এমপিএকে সামরিক আদালতে হাজির হওয়ার নির্দেশ
এদিনে খুন, লুটপাট, অগ্নিসংযোগ ইত্যাদি অভিযোগে আরো ১৪৫ জন এমপিএ’কে অভিযুক্ত করে সংশ্লিষ্ট সামরিক আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয় । এদের মধ্যে ৪৮ জন নাটোর সামরিক আদালতে ৮ সেপ্টেম্বর ৮ টায় ৬০ জন ঢাকার ১ নং সেক্টর সামরিক আদালতে ৪৮ জন যশোর সামরিক আদালতে হাজির হবেন। এ পর্যন্ত মোট ১৯৩ জন এমপিএ অভিযুক্ত হলেন। [ইত্তেফাক /পাকিস্তান ৩ সেপ্টেম্বর ১৯৭১]
দালাল তৎপরতা
লাহোরে খাজা খয়ের উদ্দিন ও একিউএম শফিকুল ইসলাম
লাহোরে পাঞ্জাব আঞ্চলিক কাউন্সিল মুসলিম লীগের এক সংবর্ধনা সভায় মুসলিম লীগের প্রাদেশিক সভাপতি ও শান্তি কমিটি সভাপতি খাজা খয়ের উদ্দিন ও প্রাদেশিক ভাইস প্রেসিডেন্ট একিউএম শফিকুল ইসলাম সাথে নেজামে ইসলামী দল এর আমিনুল ইসলামের সাথে বৈঠকের পর তারা যুক্ত বিবৃতিতে বলেন পাকিস্তানের ঐক্য ও সংহতির পক্ষে সকল দেশপ্রেমিক শক্তি ঐক্যবদ্ধ। তারা বলেন দেশপ্রেমিক শক্তি অচিরেই ভারতীয় চরদের নির্মূল করে বিজয়ী হবে। পরে সভায় এক ভাষণে খয়ের উদ্দিন বলেন এ কথা সত্য নয় যে অধিকাংশ পূর্ব পাকিস্তানী দেশের বিচ্ছিন্নতা সমর্থক। তিনি বলেন গত নির্বাচনে জনগন বিচ্ছিন্নতার পক্ষে ভোট দেননি। আওয়ামী লীগ আঞ্চলিকতার ধুয়া তুলে বিজয়ী হয়েছিল। তিনি বলেন প্রদেশে বর্তমানে দেশপ্রেমের জোয়ার বইছে তারা আওয়ামী লীগের যে কোন ষড়যন্ত্র প্রতিহত করবে। কারন তারা বুঝেছে পাকিস্তান ছাড়া দেশের দু অংশ টিকে থাকা সম্ভব নয়। [সংগ্রাম/পাকিস্তান ৩ সেপ্টেম্বর ১৯৭১]
সিলেটে দেশপ্রেমিক জনতার হাতে ভারতীয় দুষ্কৃতিকারী আটক
সিলেটে দেশপ্রেমিক কয়েকজন জনতা সুরমা নদী থেকে নৌকায় আগত ৪ ভারতীয় দুষ্কৃতিকারী প্রচুর অস্র সহ আটক করে ব্রিগেড সদর দপ্তরে ব্রিগেডিয়ার ইফতেখার রানার কাছে হস্তান্তর করেছে। ব্রিগেডিয়ার রানা অংশগ্রহণকারী জনতাকে পুরস্কৃত করেন। [সংগ্রাম/পাকিস্তান ৩ সেপ্টেম্বর ১৯৭১]
মতিউর রহমান নিজামি
অল পাকিস্তান ইসলামী ছাত্র সংঘ সভাপতি মতিউর রহমান নিজামি শহীদ পাইলট মিনহাজ উদ্দিনের পিতার কাছে শোক বার্তা পাঠিয়েছেন। তিনি তার বার্তায় বলেছেন তার পুত্রের আত্মত্যাগে পাকিস্তানের ছাত্র সমাজ গর্বিত। ছাত্র সমাজ তার গৌরবোজ্জ্বল ভুমিকাকে অক্ষুন্ন রাখতে ভারতীয় এজেন্টদের মোকাবেলা করবে। [সংগ্রাম/পাকিস্তান ৩ সেপ্টেম্বর ১৯৭১]
আন্তজার্তিক
জাতিসংঘ মহাসচিব উথান্ট জাতিসংঘ সদর দপ্তরে বলেছেন পূর্ব পাকিস্তানে রিলিফ কার্যক্রম নিয়ে যুক্তরাষ্ট্রের ভারতীয় মিশন প্রতিনিধির বিবৃতিতে তিনি দুঃখ পেয়েছেন। ভারতীয় প্রতিনিধি পূর্ব পাকিস্তানে জাতিসংঘের ত্রান বিলি নিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিনিধির কাছে সমালোচনা করেছেন। নিউইয়র্ক টাইমস ভারতীয় সুত্র উল্লেখ করে এক সংবাদ ছাপালে তার কপি উথান্ট এর কাছে আসলে উথান্ট ক্ষুব্ধ হন। তিনি বলেন ভুল রিপোর্টের উপর ভারতীয় কূটনীতিক মন্তব্য করেছেন। উথান্ট পূর্ব পাকিস্তান নিয়ে উভয় দেশ এবং মার্কিন মিডিয়ার প্রবল চাপের মধ্যে আছেন। উথান্ট এ প্রথম বিবদমান দেশ দুটির একটির বিরুদ্ধে বিবৃতি দিলেন। [ইত্তেফাক/সংগ্রাম/পাকিস্তান ৩ সেপ্টেম্বর ১৯৭১]
পশ্চিম জার্মানির সংসদ
ভারত সফররত পশ্চিম জার্মানীর সংসদ এবং সরকার প্রেরিত প্রতিনিধিদলের দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে দেখা করেন। তারা জানান বলেন, তাঁদের সরকার শেখ মুজিবের বিচার সম্পর্কেও উদ্বিগ্ন। জার্মানির চ্যান্সেলর উইলি ব্রান্ট পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানকে অনুরোধ জানিয়ে বলেছেন, পরিস্থিতি জটিল হয়ে পড়তে পারে, এমন কোনো কাজ যেন তিনি না করেন। তার সরকার বাংলাদেশে রাজনৈতিক সমাধান কামনা করে এবং শরণার্থীদের দেশে ফিরে যাওয়ার মত পরিবেশ কামনা করে। [যুগান্তর/কালান্তর ৩ সেপ্টেম্বর ১৯৭১]
Prepared by Salah Uddin