You dont have javascript enabled! Please enable it!

1971.09.07 | ৭ সেপ্টেম্বর ১৯৭১ | আজকের এদিনে (with references)

বাংলাদেশের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বিশেষ বার্তায় অভিযোগ করে বলেছেন পৃথিবীর যে সকল দেশ অবরুদ্ধ বাংলাদেশে যে সাহায্য সামগ্রী পাঠাচ্ছেন পাকিস্তান সরকার তা তার সেনাবাহিনীর জন্য বরাদ্দ করছেন। তিনি বলেন সেখানে প্রেরিত সকল প্রকার সাহায্য জাতিসংঘের মাধ্যমে বিতরণ করা উচিত। [কালান্তর ৮ সেপ্টেম্বর ১৯৭১]
দিল্লিস্থ বাংলাদেশ সরকারের কূটনীতিক প্রধান কে এম সিহাবউদ্দিন বলেছেন ভারত বাংলাদেশের সকল পরিষদ সদস্যদের জিম্মি হিসেবে আটক রেখেছে বলে পাকিস্তানের পিপিপি প্রধান জুলফিকার আলী ভূট্টো যে অভিযোগ করেছেন। তাকে তিনি অদ্ভুত বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন ভূট্টো র পক্ষে এমন অভিযোগ অদ্ভুত কারন তিনি ইয়াহিয়ার সহযোগী হিসেবে ষড়যন্ত্রে লিপ্ত থেকে এবং ইয়াহিয়াকে সাহায্য করে বাংলাদেশে সুপরিকল্পিত গণহত্যা লুট অগ্নিসংযোগের ব্যবস্থা করে দিয়েছেন আর এখন বলছেন ভারত বাংলাদেশের পরিষদ সদস্যদের জামিন হিসেবে আটক রেখেছে। [কালান্তর ৮ সেপ্টেম্বর ১৯৭১]
মস্কো সফররত পাকিস্তানের পররাষ্ট্র সচিব সুলতান মোহাম্মদ খান তার মস্কো সফর আরও দুদিন বাড়িয়েছেন। তিনি সোভিয়েত পররাষ্ট্রমন্ত্রী গ্রোমিকো এবং সহকারী পররাষ্ট্র মন্ত্রী ফিরুবিনের সাথে আবার বৈঠকে মিলিত হয়েছেন। [যুগান্তর ৮ সেপ্টেম্বর ১৯৭১]
ঢাকাস্থ সোভিয়েত কন্সাল ভ্যালেন্টিন পোপভ এবং একই অফিসের কাউন্সিলর ভয়নভ আজ গভর্নর এ এম মালিকের সাথে সাক্ষাৎ করেছেন। [ইত্তেফাক ৮ সেপ্টেম্বর ১৯৭১]
কানাডা যুক্তরাষ্ট্র নেদারল্যান্ড বেলজিয়াম সহ ৬ দেশ পূর্ব পাকিস্তানে ২ কোটি ডলার সাহায্য দিতে যাচ্ছে। এ টাকা থেকে প্রাদেশিক সরকার ২০০ ট্রাক ক্রয় করবে। সুইডেন পূর্ব পাকিস্তানের জন্য ২৯ লাখ ডলার সাহায্য দিতে যাচ্ছে। [ইত্তেফাক ৮ সেপ্টেম্বর ১৯৭১]
ভারতে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত সাজ্জাদ হায়দার পাকিস্তান সফর শেষে দিল্লী ফিরে এসেছেন। [ইত্তেফাক ৮ সেপ্টেম্বর ১৯৭১]
চট্টগ্রামের খুরশিদ মহল সিনেমা হলের কাছে মুক্তিযোদ্ধাদের বোমা হামলায় চার জন নিহত ও দশজন আহত হয়েছে।
কাইউম মুসলিম লীগ প্রধান খান আব্দুল কাইউম খান রাওয়ালপিন্ডিতে ‘রাজাকার দ্বারা পূর্ব পাকিস্তানে একটি দল গণহত্যা চালাচ্ছেন’ পিপিপি প্রধান জুলফিকার আলী ভূট্টোর এমন অভিযোগের প্রতিবাদ জানিয়েছেন। তিনি ভবিষ্যৎ শাসনতন্ত্র নিয়ে ভূট্টো ও তার দলের ভুমিকা জনসম্মুক্ষে প্রকাশের দাবী জানিয়েছেন। তিনি বলেন ভূট্টো ইয়াহিয়ার সাথে দেখা করে ভবিষ্যৎ শাসনতন্ত্র নিয়ে অনেক প্রস্তাব পেশ করেছেন তা কি তিনি জানতে চান। তিনি বলেন তার দল সব সময়েই পাকিস্তানে একটি শক্তিশালী কেন্দ্রীয় সরকার কামনা করে। তিনি বলেন নির্বাচনের সময় ভূট্টো ৬ দফার বিরুদ্ধে টু শব্দও করেননি এবং মার্চের আলোচনার সময় মুজিবের ৬ দফার ৫ দফা মেনে নিয়েছিলেন। ভূট্টো ক্ষমতা হস্তান্তর নিয়ে যে হুংকার দিয়ে যাচ্ছেন তাতে তিনি দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন ক্ষমতা হস্তান্তর শান্তিপূর্ণ এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশে হওয়া উচিত।
রাজাকাররা কুমিল্লা জেলার ফরিদগঞ্জের আকমলপুর গ্রামে তিন মুক্তিযোদ্ধাকে এবং বরিশালের বাকেরগঞ্জে তিন মুক্তিযোদ্ধা হত্যার দাবী করেছে। [ সংগ্রাম ৮ সেপ্টেম্বর ১৯৭১]
জামাতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর মওলানা আব্দুর রহিমের সভাপতিত্বে এই দিন ঢাকার ৪২/৪৩ এ, পুরানা পল্টনে ‘প্রাক্তন মাদরাসা ছাত্র সমিতি’ নামে একটি নতুন সংগঠন গঠন করা হয়। সভায় প্রাক্তন ছাত্রদের সঙ্গে যোগযোগ করে সম্মেলন অনুষ্ঠানের জন্যে মালানা এসএম আব্দুল লতিফ অ্যাডভোকেটকে আহবায়ক এবং মওলানা রুহুল আমীন ও মওলানা আশরাফুজ্জামান খানকে সহকারী আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়। [দৈনিক সংগ্রাম ৮ সেপ্টেম্বর ১৯৭১]
কাঠমাণ্ডুতে নেপালের East Bengal Refugees Assistance Committee একটি সভার আয়োজন করে। কমিটির চেয়ারম্যান ও নেপালের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হৃষিকেশ সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় শেখ মুজিবুর রহমানকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়ে একটি প্রস্তাব গৃহীত হয়।

Prepared by Salah Uddin

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!