You dont have javascript enabled! Please enable it! 1969.02.24 | যেখানেই আমার মৃত্যু হোক না কেন বাংলার মাটিতে যেন একটু ঠাঁই পাই - শেখ মুজিবর রহমান | দৈনিক পয়গাম - সংগ্রামের নোটবুক

দৈনিক পয়গাম
২৪শে ফেব্রুয়ারি ১৯৬৯
বাংলার মাটিতে যেন ঠাঁই পাই-
(ষ্টাফ রিপোর্টার)

শেখ মুজিবর রহমান গতকল্য (রবিবার) রমনা রেসকোর্স ময়দানে এক উদ্বেলিত জনসমুদ্রের উদ্দেশ্যে ভাষণদান প্রসঙ্গে আবেগ কম্পিত কণ্ঠে বলেন যে, ঢাকা জেল গেটে সামরিক বাহিনীর হাতে গ্রেফতারের সময় আমি মনে মনে নিকৃষ্টতম পরিস্থিতির সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত হইয়াছিলাম। কিন্তু এই বিশ্বাস ছিল জনগণের ইচ্ছার জয় অবশ্যই হইবে।
তিনি বলেন, “জেলের অভ্যন্তরে আমাকে দেশরক্ষা আইন হইতে অব্যাহতি দেওয়া হইয়াছে বলিয়া যখন বলা হইল তখন আমি বিশ্বাস করিতে পারি নাই। কারণ, ১২টি মামলা তখনও আমার বিরুদ্ধে ঝুলিতেছিল।” শেখ সাহেব বলেন, “জেল গেটে আগমনের পর আমি বিপদের আঁচ করিতে পারি। সামরিক কর্মচারীরা আমাকে গ্রেফতার করিয়া লইয়া যাইবে বলিয়া ঘোষণা করে।” তিনি আবেগ রুদ্ধ কণ্ঠে বলেন, তখন আমি তাহাদের নিকট হইতে এক মিনিটের সময় চাহিয়া লই। সেই সময়ে জেল ফটক হইতে একটু মাটি তুলিয়া কপালে ঠেকাই তারপর বলি, হে আমার বাংলা দেশের মাটি, যেখানেই আমার মৃত্যু হোক না কেন তোমার বুকে যেন একটু ঠাঁই পাই। ”

সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯