দৈনিক ইত্তেফাক
২৫শে ফেব্রুয়ারি ১৯৬৯
রেসকোর্সের গণসম্বর্ধনায় ছাত্র নেতৃবৃন্দের বক্তৃতা
(ষ্টাফ রিপোর্টার)
সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবের গণ- সম্বর্ধনা সভার সভাপতি জনাব তোফায়েল আহমদ তাঁর সভাপতির ভাষণে দেশে রাজনৈতিক নেতৃত্বের শূন্যতার কথা উল্লেখ করিয়া বলেন যে, দেশের সার্বিক পরিস্থিতি যখন চরম অধঃপতনের পথে তখন বিভ্রান্ত দেশবাসীর মনে একটা প্রশ্নই দেখা দিয়াছিল, “কে দিবে এই বিভ্রান্ত জাতিকে নেতৃত্ব, কে হইবে এই সঙ্কটকালের কাণ্ডারী।”
জনাব তোফায়েল সংগ্রামী ছাত্র-শ্রমিক-জনতার পক্ষ হইতে শেখ মুজিবের নেতৃত্বের প্রতি অকৃত্রিম আস্থা প্রকাশ করিয়া বলেন, পূর্ব বাংলার সংগ্রামী ছাত্র-শ্রমিক-জনতার সংগ্রামের প্রথম বিজয় তথাকথিত ষড়যন্ত্র মামলা প্রত্যাহার আর নিরাপত্তা ও রাজনৈতিক বন্দীদের মুক্তির মধ্য দিয়া। আজ বিভ্রান্তির গগনে মানুষ দিকের দিশা পাইয়াছে। শেখ মুজিবকে পাইয়া দেশবাসী আজ কায়মনোপ্রাণে বিশ্বাস করিতেছে যে, আমরা নেতা খুঁজিয়া পাইয়াছি।’ জনাব তোফায়েল শেখ মুজিবের দৃষ্টি আকর্ষণ করিয়া বলেন যে, আজিকার এই গণমহাসাগরের পানে তাকাইয়া দেখুন কি অনির্বচনীয় প্রেরণায় সমগ্র জাতি আজ উদ্বুদ্ধ আর কি অকৃত্রিম বিশ্বাস লইয়া তারা আপনাকে সম্বর্ধনা জ্ঞাপন করিতে আসিয়াছে। এই বিশ্বাস লইয়া যদি আপনি ছিনিমিনি খেলেন তবে দেশবাসী আপনাকেও ক্ষমা করিবে না।
শেখ মুজিবের রাজনৈতিক চেতনাবোধ ও জনতার সাথে তাঁর একাত্মবোধের প্রতি সম্মান প্রদর্শন করিয়া জনাব তোফায়েল বলেন যে, সামরিক হেফাজত ও কারাগারে আপনি যে দৃঢ়তার পরিচয় দিয়াছেন তা জাতীয় ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকিবে।
সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯