You dont have javascript enabled! Please enable it! 1971.02.18 | ভুট্টোর মন্তব্বের জবাবে অলি আহাদ - সংগ্রামের নোটবুক

১৮ ফেব্রুয়ারী ১৯৭১ঃ ভুট্টোর মন্তব্বের জবাবে অলি আহাদ

বাংলা জাতীয় লীগ প্রধান অলি আহাদ বলেছেন জাতীয় পরিষদে ভুট্টোর যোগদান না করার সিদ্ধান্ত গনতন্ত্রের মূলনীতির পরিপন্থী। তিনি বলেন সাধারন নির্বাচনে পিপিপির অংশ নেয়ার অর্থই হল পিপিপির শাসনতন্ত্র প্রনয়নে শরীক হওয়া। তিনি সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে ভুট্টোকে জাতীয় পরিষদের অধিবেশনে যোগ দেয়ার আহবান জানান। শাসনতান্ত্রিক সমস্যা সম্পর্কে দৃষ্টিভঙ্গীর পার্থক্য এর পরিনামে গনপ্রতিনিধিদের দ্বারা শাসনতন্ত্র রচনার গনরায় বানচাল করতে দেয়া উচিত হবেনা।