১৮ ফেব্রুয়ারী ১৯৭১ঃ ভুট্টোর মন্তব্য এর বিরুদ্ধে জিএম সৈয়দ
সিন্ধু ইউনাইটেড ফ্রন্ট সভাপতি জিএম সৈয়দ করাচী হতে ঢাকা এসেই বিমানবন্দরে বলেন ভুট্টো শাসনতান্ত্রিক প্রশ্নে দেশে কৃত্তিম সঙ্কট সৃষ্টি করে ফায়দা লুটার তালে আছেন। ভুট্টো কতৃক জাতীয় পরিষদের অধিবেশনে বয়কট করার সিদ্ধান্তকে তিনি গভীর ষড়যন্ত্র বলে আখ্যায়িত করেন। তিনি বলেন সংখ্যাগুরু দল শাসনতন্ত্র তৈরি করবেন, সংখ্যালঘু দল সংখ্যাগুরু দলের উপর শাসনতন্ত্র চাপিয়ে দিবেন এটা হতে পারে না। ভুট্টো তার দলের অভ্যন্তরীণ কোন্দলের কারনে হয়ত অধিবেশন বয়কট করে থাকতে পারেন। তিনি বলেন ছলে বলে কৌশলে ভুট্টো ক্ষমতায় আসীন হতে চাচ্ছেন। ভুট্টো সম্পর্কে তিনি বলেন তিনি গনতন্ত্রকামী নন। তিনি স্বৈরতন্ত্রের দাস। তিনি সবসময় কায়েমি স্বার্থবাদীদের প্রতিনিধিত্ব করেন। তিনি বলেন হায়দ্রাবাদে পিপিপির এমএনএ, এমপিএদের বৈঠকেই লাহোর প্রস্তাবের আলোকে স্বায়ত্তশাসনের দাবী উঠেছিল। তিনি বলেন অধিবেশন বয়কট নিয়ে তার দলে প্রচণ্ড ক্ষোভ বিদ্যমান আছে এবং তাদের একটি বড় অংশ দলীয় সিদ্ধান্তের বাহিরে পরিষদের অধিবেশনে যোগ দিবে।
পরে তিনি শেখ মুজিবের সাথে ঘণ্টাকাল ব্যাপী এক বৈঠকে মিলিত হন।
নোটঃ জি এম এর ভবিষ্যৎ বানী সঠিক হয়েছিল। পরে পিপিপি থেকে একটি অংশ আলাদা পিপিপি করে।