১৮ ফেব্রুয়ারী ১৯৭১ঃ ৪র্থ কোন শক্তির দুতিয়ালির প্রয়োজন নেই—ভুট্টো
করাচীতে স্থানীয় এক কার্যালয়ে ভুট্টো বলেন পাকিস্তানে তিনটি শক্তি বিদ্যমান আওয়ামী লীগ, পিপিপি এবং সেনাবাহিনী। এই তিন শক্তির বাহিরে অন্য কোন শক্তির অস্তিত্ব স্বীকার করিনা। কোন কোন দল সমঝোতার প্রশ্নে দুতিয়ালির যে প্রস্তাব করেছে উহা তিনি সোজাসুজি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন পিপিপির মত আওয়ামী লীগও গন সংগঠন আপোষ আলোচনার বিষয় আমরা নিজেই করতে পারি। আমরা অন্য দলের হস্তক্ষেপ চাই না। তিনি সরদার শওকত হায়াতের উদাহরন দিয়ে বলেন তিনি যদি আমার কানে এক কথা আর দৌলতানার কানে আরেক কথা বলেন তাহলে পরিস্থিতি কি দাঁড়াবে বুঝতে পারছি না।