বর্ধমান হাউজের সামনে বুকলেট বিতরণ
১৩ জানুয়ারি ১৯৪৮ সালে পাকিস্তান গোয়েন্দা রিপোর্টে জানা যায়, পূর্ব পাকিস্তান মুসলিম লীগ রমনায়, বর্ধমান হাউজের সামনে একটি বুকলেট বিতরণ করে। এটির মূল্য ছিল ৩ টাকা। শিরোনাম ছিল – “পূর্ব্ব পাকিস্তানের দুর্ভাগা জনসাধারণ, কৈফিয়ত দিতে হবে আমাদের দাবী” এটি প্রকাশ করেছিলেন শেখ মুজিবুর রহমান, বি.এ. এবং নাঈমুদ্দিন আহমেদ, বি.এ.( অনার্স) ইস্ট পাকিস্তান মুসলিম লীগ ওয়ার্কারস ক্যাম্প ১৫০, মুঘলটুলি, ঢাকা। প্রায় ৩০০ জনের মতো লোক বর্ধমান হাউজের সামনে জমায়েত হয়েছিল। প্রভাবশালী মন্ত্রীদের সাথে দেখা করাই ছিল অধিকাংশের আগ্রহ। হাউজের ভিতরে যাওয়ার অনুমতি না পাওয়ায় জমায়েতটি বিক্ষিপ্তভাবে শেষ হয়। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।[1, pp. 1–4]
Note: বর্ধমান হাউজ, রমনা, ঢাকা – বর্তমান বাংলা একাডেমি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত। ১৯৫২ ভাষা আন্দোলনের উত্তাল সময়ে তদানিন্তন পূর্ব পাকিস্তান প্রধানমন্ত্রী নূরুল আমিন এর কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছিলো।
References:
[1] S. Hasina, Secret Documents of Intelligence Branch on Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman, Vol I 1948-1950. Hakkany Publisher’s, 2018.