You dont have javascript enabled! Please enable it!

যুব অভ্যর্থনা শিবির যারা পরিচালনা করেছিলেন তাদের ও ক্যাম্পের নামের তালিকা

প্রায়শই বলা হয়ে থাকে, আওয়ামী লীগ নেতৃত্ব ও নির্বাচিত জনপ্রতিনিধিরা মুক্তিযুদ্ধের সময় ‘বাজেভাবে’ সময় কাটিয়েছে। তারা আরাম আয়েশ করেছে। হোটেলে ফূর্তি করেছে। রণাঙ্গণে যায়নি। যুদ্ধে অংশ গ্রহণ করেনি। এ সব অভিযোগ সর্বাংশে সঠিক নয়। বিজন জঙ্গলে, খোলা মাঠে বা কোনো সুবিধাবঞ্চিত স্থানে যুব ক্যাম্পগুলো স্থাপিত হয়েছিল। যা প্রায়শই ছিল পাকিস্তানী সেনাবাহিনীর টার্গেটের আওতার মধ্যে। সে সব স্থানে নির্বাচিত জনপ্রতিনিধিরা আগত হাজার হাজার ছেলেদের সঙ্গে একত্রে অবস্থান করেছে। একসাথে থেকেছে। খেয়েছে। ট্রেনিং নিয়েছে অনেকেই। ট্রেনিং এর ব্যবস্থা করেছে। বাংলাদেশে মুক্তিযুদ্ধ এই ক্যাম্পগুলোই ছিল ভিত্তিমূল। ১৯৭০ সালের নির্বাচিত পাকিস্তানের জাতীয় পরিষদ (এম.এন.এ) এবং পূর্ব পাকিস্তান পরিষদের (এম.পি.এ) সদস্যগণের অধিকাংশ সশস্ত্র স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন। অনেকেই শর্ট সামরিক ট্রেনিং নেন। রাজনৈতিক চেতনায় উদ্বুদ্ধ এই নেতৃবৃন্দের সঠিক সিদ্ধান্ত গ্রহণের ফলেই স্বাধীন বাংলার নিয়মানুগ, বৈধ এবং গণতান্ত্রিক সরকার গঠিত হয়েছিল। চরম দুঃখ-দুর্দশা, অভাব-অনটন এবং অনিশ্চিত ভবিষ্যতের মাঝেও এই সকল রাজনৈতিক নেতৃত্ব অতুলনীয় দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভারত সীমান্তের দুর্গম ও জনমানব বসতিযোগ্য নয় এমন স্থানে পরিচালনা করছিলেন যুব ক্যাম্প ও ট্রেনিং ক্যাম্প। শত অসুবিধা ও নিরাপত্তাহীনর মধ্যে বাংলাদেশ থেকে আগত হাজার হাজার ছাত্র যুবককে স্বাধীনতার মন্ত্রে উদ্বুদ্ধ করেছিলেন অহর্নিশ।

ক্রমিক নং ক্যাম্পের নাম ক্যাম্প ইন-চার্জ
সিঙ্গাবাদ (মালদা) খালেদ আলী মিয়া এম.এন.এ,

আমজাদ হোসেন এম.পি.এ

বাঙালিপুর (মোহরতীপুর) মোঃ বায়তুল্লাহ এম.এন.এ রাজশাহী,

মোঃ আবদুল জলিল (আওয়ামী লীগ নেতা)

ডালিম গাঁ (পশ্চিম দিনাজপুর) এস.এম. ইউসুফ এম.পি.এ
গাঙ্গরামপুর (পশ্চিম দিনাজপুর) শাহ মাহাতাব এম.পি.এ
কাটলা (পশ্চিম দিনাজপুর) খতিবুর রহমান এম.পি.এ
মালন (পশ্চিম দিনাজপুর) আজিজুর রহমান এম.এন.এ,

একরাম-উল হক এম.পি.এ

প্রাণ সাগর (পশ্চিম দিনাজপুর) আব্দুর রহিম এম.পি.এ

আবেদ আলী, এডভোকেট

কুসমুন্ডী (বটেশ্বরী) মোসেদ আলী, এম.এন.এ,

এস.এ. বারী এটি, (ন্যাপ নেতা)

মালঞ্চ (কুরমাইল) অধ্যাপক আবু সাইয়িদ, এম.এন.এ
১০ ত্রিমুহনী (বালুর ঘাট) মোজাফফর হোসেন, এম.পি.এ
১১ মাহী নগর (বালুর ঘাট) মোকলেসুর রহমান
১২ পেরিলা (মালদা) আবদুস সালাম, এম.পি.এ
১৩ জলংগী (মালদা) আবদুস সালাম, এম.পি.এ
১৪ শেখ পাড়া (মালদা) জিল্লুর রহমান, এম.পি.এ
১৫ লালগোলা (মালদা) রিয়াজউদ্দিন আহমেদ, এম.পি.এ
১৬ দেওয়ানগঞ্জ (কুচবিহার) আফসার আলী, এম.এন.এ,

আবদুর রহমান চৌধুরী, এম.পি.এ

১৭ হলদী বাড়ি (জলপাইগুড়ি) আশরাফুল ইসলাম, এম.পি.এ
১৮ ওকেরা বাড়ি (জলপাইগুড়ি) আবুল হোসেন, এম.পি.এ
১৯ কুচবিহার গোলাম হাবিব,

আবদুর রহমান, এম.পি.এ

২০ দিনহাটা (কুচবিহার) মোতাহার হোসেন তালুকদার, এম.পি.এ
২১ চৌমারী (কুচবিহার) মোজাহার চৌধুরী, এম.পি.এ,

আবদুল হাকিম, এম.পি.এ

২২ সাহেবগঞ্জ (কুচবিহার) মোজাহার চৌধুরী, এম.পি.এ

আবদুল হাকিম, এম.পি.এ

ক্রমিক নং ক্যাম্পের নাম ক্যাম্প ইন-চার্জ
২৩ চৌধুরী হাট (কুচবিহার) শামসুল হক চৌধুরী, এম.পি.এ,

মোজাহার চৌধুরী, এম.পি.এ

২৪ নাজির হাট (কুচবিহার) শামসুল হক চৌধুরী, এম.পি.এ
২৫ ঝাউকাঠি (কুচবিহার) মোঃ মজিবুর রহমান,

শামসুল হক চৌধুরী, এম.পি.এ

২৬ শীতালকুঠি (দহগ্রাম) সিদ্দিক হোসেন, এম.পি.এ
২৭ শাহিদ কর্নার (দিনহাটা) আহমদ তফিজউদ্দিন, এম.এন.এ
২৮ দহগ্রাম (কুচবিহার) সিদ্দিকুর রহমান, এম.পি.এ
২৯ বামুনহাট (কুচবিহার) এ. হাকিম, এম.পি.এ
৩০ মরণতলী (মানকার চর) ড. মফিউজুর রহমান, এম.পি.এ
৩১ খোচাবাড়ি (কুচবিহার) ওয়ালিউর রহমান, এম.পি.এ
৩২ গিদালদহ (কুচবিহার) আবুল হোসেন, এম.পি.এ
৩৩ সিতাল (কুচবিহার) হামিদুর রহমান, এম.পি.এ
৩৪ নাগের গিধরী (কুচবিহার) করিমুদ্দিন আহমেদ, এম.পি.এ
৩৫ মানকের চর (কুচবিহার) তাহেরুল ইসলাম, এম.পি.এ
৩৬ রানাঘাট (নদীয়া) আসাদুজ্জামান, এম.পি.এ,

জে.কে.এম.এ আজিজ

৩৭ কচুয়াডাঙ্গা (নদীয়া) তফিজুদ্দিন আহমেদ, এম.পি.এ
৩৮ বেতাই (নদীয়া) মোঃ ছহিউদ্দিন, এম.পি.এ
৩৯ করিমপুর (নদীয়া) ইসমাইল হোসেন, এম.পি.এ,

গোলাম কিবরিয়া, এম.পি.এ,

আব্দুর রউফ, এম.পি.এ

৪০ শিকারপুর (নদীয়া) আজিজুর রহমান আক্কাস, এম.এন.এ
৪১ কল্যাণী (নদীয়া) হেদায়েত হোসেন, এম.পি.এ
৪২ ডোমপুকুর (নদীয়া) ইউনুস আলী, এম.পি.এ
৪৩ তাকিপুর (বারসাত) নূরুল ইসলাম মঞ্জুর, এম.পি.এ
৪৪ জয় বাংলা-১ (হাবড়া) শ্রমিক আঃ মান্নান, এম.এন.এ
৪৫ নৈহাটি (বারসাত) এ. লতিফ খান, এম.পি.এ
৪৬ হাসনাবাদ এ. গফুর খান, এম.এন.এ,

নূরুল ইসলাম, এমপিএ

৪৭ হিঙ্গলগঞ্জ মির্জা আফজাল হোসেন
৪৮ হাকিমপুর কেরামত আলী,

মুশাররফ হোসেন

৪৯ তেতরা খয়বর হোসেন, এম.পি.এ
৫০ আমলানী সউগাতুল আলমগীর, এম.পি.এ
৫১ ধলতিতা সৈয়দ কামাল বখত, এম.পি.এ
৫২ নীলগঞ্জ ফণীভূষণ মজুমদার, এম.পি.এ
৫৩ কল্যাণগড় এ.কে.এম. ইসমাইল মিয়া, এম.পি.এ
৫৪ পানিহাটি শিবুপ্রসাদ ঘোষ
৫৫ জয় বাংলা-২ বগা অধ্যাপক আবু সুফিয়ান
৫৬ কাদিরহাট (দমদমের কাছে) নজির আহমদ তালুকদার, এম,পি,এ,

আমজাদ হোসেন

৫৭ ভোলাঘাট (আদমপুর মালদা) হামিদুর রহমা, এম.পি.এ
৫৮ ডাওকী মি. সুধীর বিশ্বাস,

মাহমুদ চৌধুরী

৫৯ শিলা (ডাওকী) আবদুল হক, এম.এন.এ,

মানিক মিয়া

ক্রমিক নং ক্যাম্পের নাম ক্যাম্প ইন-চার্জ
৬০ বালাট (ডাওকী) আব্দুল হামিদ, এম.পি.এ
৬১ বারসারা (ডাওকী) আব্দুল হামিদ, এম.পি.এ
৬২ ঢালিখোলা (বনগাঁ) সুরঞ্জিত সেন গুপ্ত, এম.পি.এ,

এ জোহা, এম.এন.এ

৬৩ ঘোষপুর (বনগাঁ) মোমিনউদ্দিন আহমেদ, এম.পি.এ,

হামিদউজ্জামান, এম.পি.এ

৬৪ চাপাবাড়িয়া নূরুল ইসলাম মঞ্জুর, এম.এন.এ
৬৫ জানপাড়া মতিউর রহমান, এম.পি.এ
৬৬ পল্টা মোঃ আবু সুফিয়ান
৬৭ মাজদিয়া (কুষ্টিয়া) আবুল ইসলাম, এম.পি.এ
৬৮ লালগোলা আবদুল হাদী, এম.পি.এ
৬৯ কচুয়াডাঙ্গা এ. রব (বগা মিয়া), এম.পি.এ
৭০ বকিমপুর আজিজুল হক, এম.পি.এ
৭১ সেলুনিয়া (ত্রিপুরা) শহিউদ্দিন ইস্কান্দা, এম.পি.এ
৭২ বেলতলী আবদুর রহমান, শ্রমিক নেতা
৭৩ ছোটখোলা সিরাজউদ্দিন,

আবদুল কুদ্দুস (ছাত্রলীগ নেতা)

৭৪ রাজা নগর খাজা আহমদ, এম.এন.এ,

তালেব আলী, এম.পি.এ

৭৫ পানতোলা বিসমিল্লাহ মিয়া,

মোঃ হানিফ, এম.এন.এ

৭৬ কাঠালিয়া জালাল উদ্দিন, এম.পি.এ
৭৭ শ্রী নগর ক্যাপ্টেন সুজাত আলী, এম.এন.এ
৭৮ মেলাগড় রাজা মিয়া, এম.পি.এ
৭৯ হারিনা (ত্রিপাড়া) প্রঃ খোরশেদ আলম, এম.এন.এ
৮০ নরসিংগড় এম.এ. হান্নান, এমপিএ,

মান্নান, এম.পি.এ

৮১ মোহনপুর দেওয়ান আবদুল আব্বাস, এম.পি.এ
৮২ গোকুল নগর সফিরউদ্দিন, এম.পি.এ
৮৩ তুরা (মেঘালয়) শামসুল হক, এম.পি.এ
৮৪ শিলং আবদুল মোনতাকিম চৌধুরী, এম.এন.এ
৮৫ ডালু (মেঘালয়) রফিকউদ্দিন ভূইয়া, এম.এন.এ
৮৬ সুভাষ পল্লী (কুচবিহার) টিপু বিশ্বাস, (রাজনৈতিক কর্মী)
৮৭ মাচাং পানি (তুরা) অধ্যক্ষ মতিউর রহমান, এম.সি. কলেজ, ময়মনসিংহ
৮৮ নাচুয়াপাড়া কুদরতউল্লাহ মন্ডল, এম.পি.এ
৮৯ শিববাড়ি হাতেম আলী খান, এম.পি.এ
৯০ উদয়পুর আবদুল্লাহ হারুন, এম.পি.এ
৯১ বাঘমারা এ. মজিদ (তারা মিয়া), এম.পি.এ
৯২ শিলচর সাইদুর রহমান
৯৩ আলম বাজার সাইদুর রহমান
৯৪ পল্টনা ক্যাপ্টেন সুজাত আলী, এম.এন.এ
৯৫ মহেন্দ্রগঞ্জ করিমুদ্দিন তালুকদার, এম.পি.এ,

আবদুল লতিফ সিদ্দিকী, এম.পি.এ

৯৬ বংড়া আনিসুর রহমান, আওয়ামী লীগ কর্মী
৯৭ ছাইমরা মোস্তফা শহীদ, এম.এন.এ
৯৮ বড় খাসিয়া নূরুল ইসলাম মঞ্জুর, এম.এন.এ
৯৯ খেয়ালী আব্বাস আলী খাঁ, এম.পি.এ
১০০ তাকি (বনগাঁ) প্রফেসর এম.এ. রউফ

গেরিলা বাহিনী গঠনের ক্ষেত্রে এই ক্যাম্পগুলো অনন্য সাধারণ ভূমিকা রেখেছে।

০০০

 Reference: বাংলাদেশের গেরিলা যুদ্ধ – অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!