১৮ ফেব্রুয়ারী ১৯৭১ঃ ইয়াহিয়া খানের তলবে পিণ্ডিতে ভুট্টো।
প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সকালে ভুট্টোকে জরুরী ভাবে পিণ্ডিতে তলব করেছেন। সকালে করাচীতে এক কর্মী সভায় আলোচনা কালে এ তথ্য প্রকাশ করে তিনি তার হাতে সময় নেই বলে সভাস্থল ত্যাগ করেন। বিকেলে তিনি রাওয়ালপিন্ডি রওয়ানা হন। তিনি করাচীতে আগামী ২০ তারিখে ২ দিন ব্যাপী তার দলের সম্মেলনে ব্যস্ত ছিলেন। এই ব্যস্ততার কথা তিনি প্রেসিডেন্টকে জানালেও প্রেসিডেন্ট তাকে জাতীয় বিষয়ে অগ্রাধিকার দিতে বলেন। তিনি বলেন প্রেসিডেন্ট সবার জন্য একজন শ্রদ্ধার পাত্র। প্রেসিডেন্ট এর আহবানে জাতীয় সমস্যাবলীর প্রেক্ষিতেই আলোচনার জন্য তিনি পিণ্ডি যাচ্ছেন বলে জানান। একই বিষয়ে বড় ভাই (শেখ মুজিব) কে বলা হয়েছিল তারও তার আহবানে সাড়া দেয়া উচিত ছিল।